জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের চিতলমারী উপজেলায় ধান কাটা কিষাণের দাম এখন জনপ্রতি দিনে এক হাজার টাকা। এর সাথে দিতে হচ্ছে দুই বেলা খাবার। প্রায় দুই মণ ধানের দামের সমপরিমাণে দাম একজন কিষাণের। তবু এই কিষাণের চাহিদা কমছে না বলে জানায় সংশ্লিষ্ট কৃষক গৃহস্তরা।
আজ শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে চিতলমারীর আড়ুয়াবর্নি গ্রামের রসুল খায়ের ছেলে সেকেন্দার আলী খান ও কলিগাতী গ্রামের সামছু শেখের ছেলে রবিউল শেখসহ অন্যান্য গ্রামের কিষাণেরা দুর্গাপুর মাঠ হতে ধান কেটে বাড়ি ফিরছিলেন।
তারা জানান, প্রতিদিন সকাল সাতটা হতে বিকেল চারটা পর্যন্ত তারা ধান কাটা ও ধান বয়ে বাড়ি নেওয়ার কাজ করছেন। এজন্য জনপ্রতি তাদের পারিশ্রমিক প্রতিদিন এক হাজার টাকা।
দুর্গাপুর গ্রামের কৃষক মলয় বোস জানান, একদিকে অসংখ্য কৃষকের মাঠে পাকা ধান রয়েছে, অপরদিকে আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ। এই অবস্থায় কিষাণের দাম যাই হোক না কেন- মাঠের ধান কেটে বাড়িতে আনতে হবে। আর ধান কাটা এবং মাঠ হতে ধান বয়ে বাড়িতে আনা কিষাণের খুব সংকট। বর্তমান বাজারদর অনুযায়ী দুই মণ ধানের টাকায় একজন কিষাণ পাওয়া মুশকিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।