আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারে ২ মাসের মধ্যে স্বর্ণের দর নিম্নমুখী রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ধাতুটির দাম গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে আছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিদায়ী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। ফলে শিগগিরই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা উবে গেছে। পরিপ্রেক্ষিতে বুলিয়ন বাজারের ঔজ্জ্বলতা কমেছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৯১ ডলার ৭০ সেন্টে। গত ১৩ ডিসেম্বরের পর যা প্রায় সর্বনিম্ন। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণেরও মূল্য অপরিবর্তিত রয়েছে। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০০৩ ডলার ৪০ সেন্টে।
বিশ্ববিখ্যাত মুম্বাইভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান কেডিয়া কম্মোডিটিজের পরিচালক অজয় কেডিয়া বলেন, আগের দিন (বুধবার) বিশ্ববাজারে স্বর্ণের ব্যাপক দরপতন ঘটেছিল। তবে এদিন তা স্থির রয়েছে। কিন্তু মার্কিন মুদ্রা ডলারের মান বাড়লে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরও কমবে।
উল্লেখ্য, ইউএস কারেন্সির দর বাড়লে অন্যান্য বিদেশি মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে। ফলে মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পায়।
গত মঙ্গলবার মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাতে দেখা গেছে, বিদায়ী জানুয়ারিতে দেশটিতে ভোক্তা মূল্য সূচক প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সেই সঙ্গে নতুন বাড়ির দর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সেবার খরচ ঊর্ধ্বমুখী হয়েছে। এ খবরে বুলিয়ন মার্কেট দর হারিয়েছে ১ দশমিক ৪ শতাংশ। দৈনিক ভিত্তিতে গত ৪ ডিসেম্বরের পর যা সবচেয়ে কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।