জুমবাংলা ডেস্ক : দুই মন্ত্রণালয়ের দুই সচিবকে বদলি করে প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। এদের একজন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অন্যজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে বদলি করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে বদলি করা হয়েছে। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।
ডাম্বফোন কাঁপাচ্ছে সারা দুনিয়া, স্মার্টফোনের থেকে যেখানে এগিয়ে এই মোবাইল
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।