বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা দেখার পরই দর্শকরা এ সিনেমাকে দুই সিনেমার নকল বলে আখ্যায়িত করেছেন। দুটি সিনেমার মধ্যে একটি হলো তামিল সিনেমা। যার নাম ‘থাই নাডু’। তামিল এ শব্দের বাংলা অর্থ মাতৃভূমি। এ সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেছেন তামিল সিনেমার জনপ্রিয় নায়ক সত্যরাজ। ওই সিনেমায় সত্যরাজ পিতা ও পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন।
তামিল এ সিনেমাই শাহরুখ হিন্দি ভার্সনে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন অনেক নেটিজেন। অন্তর্জালে এক নেটিজেন লিখেছেন, ‘জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ – ১৯৮৯।’
সিনেমাটি দেখে অনেকে আবার বলছেন, ১৯৮৯ সালে নির্মিত ওই তামিল সিনেমা থেকে আইডিয়া নিলেও ‘জওয়ান’ সিনেমার কাহিনি পুরোপুরি মৌলিক। তবে অনেক নেটিজেন আবার খেপেছেন পরিচালক অ্যাটলির ওপর।
কারণ, এ পরিচালকের সিনেমা নকলের অভিযোগ নতুন নয়। এর আগেও তার বিরুদ্ধে বারবার উঠেছে নকলের অভিযোগ। যেমন তার পরিচালিত সিনেমা ‘বিগলি’ ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেলে তেলেগু শর্ট-ফিল্ম নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি তার বিরুদ্ধে নকলের অভিযোগ তোলেন।
পরিচালক নন্দীর অভিযোগ ছিল তার পরিচালিত সিনেমা ‘স্লাম সসার’ নকল করেছেন অ্যাটলি। ২০১৬ সালের ‘থেরি’ সিনেমাও রজনীকান্তের মুন্ড্রুমুগামের কাহিনি থেকে ধার করে তৈরি।
মুক্তির আগেই অবশ্য ‘জওয়ান’ সিনেমার ট্রেলার দেখে নেটিজেনরা আন্দাজ করেছিলেন স্প্যানিশ ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’ থেকে লুক নকলের আইডিয়া নিয়েছে ‘জওয়ান’। সিনেমায়ও দেখা গেল তারই প্রতিফলন।
প্রেক্ষাগৃহে পুরো সিনেমা দেখে দর্শকরা রায় দিয়েছেন ‘মানি হাইস্ট’ থেকে লুক নকলের পাশাপাশি তামিল সিনেমা ‘থাই নাডু’ থেকে কাহিনি নকল করে নির্মিত শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।