২ নায়িকাকে নিয়ে একসঙ্গে রিল ভিডিও, নেট দুনিয়ায় হাসির ঝড়

রিল

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিদিন প্রতিনিয়ত একাধিক পোস্ট ভাইরাল হতে দেখা যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া সাধারণের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। প্রতিনিয়ত নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একাধিক পোস্টের মাঝে এমন কিছু কিছু পোস্ট থাকে, যা খুব স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করে সকলের। আর এই ভাইরাল হওয়ার দুনিয়ায় এমন খুব কমই ভিডিও থাকে, যা মানুষের মনে থেকে যায়।

রিল

বর্তমানের কর্মব্যস্ত যুগে সময়ের অভাবে সাধারণ মানুষ হাসতে ভুলে যাচ্ছে। আর এমন অবস্থায় দাঁড়িয়ে যদি নেটদুনিয়ার কোন ঝলক কয়েকজনের মুখে হাসি ফোটাতে পারে, তাহলে তো সেই ঝলক ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি একটি মজাদার রিল ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে ইনস্টাগ্রামের মাধ্যমে। ভিডিওতে এমন মজাদার পুষ্পাকে দেখে আর হাসি থামছে না তাদের। সকলের জন্য রইল সেই ঝলকই, দেখে নিন।

বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া অনেকের আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সোশ্যাল দুনিয়ার ভিডিও ক্রিয়েটর হিসেবে অনেকেই নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন সাধারণের মাঝে। আর সেইসমস্ত ভিডিও ক্রিয়েটরদের মধ্যে আদর্শ আনন্দ অন্যতম। তিনি শুরু থেকেই মজার ভিডিও বানিয়ে মনোরঞ্জন করে চলেছেন নেটনাগরিকদের একাংশের। সম্প্রতি তার বানানো আরো একটি ভিডিও হাসাচ্ছে নেটজনতার একাংশকে।

ডাব চুরি করতে গিয়ে গাছের মাথায় অজ্ঞান, ৬ ঘণ্টা যৌথ অভিযান চালিয়ে উদ্ধার

সম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা মিলেছে পুষ্পার‌। তবে এই পুষ্পা আসল নয় নকল। ভিডিওতে পুষ্পা হিসেবে ‘ও আন্তাভা’র তালে নিজের দুই সাজানো নায়িকাকে নিয়েই রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে আদর্শকে। সাথে ছিল তার আরো বেশ কয়েকজন সঙ্গীরা, যার ঝলক ভিডিওতে নজর রাখলেই মিলবে। তাদের সাজ-পোশাক থেকে নাচ সবটাই হাসিয়েছে নেটদুনিয়াকে। আপাতত, আদর্শ পুষ্পা সেজেই হাসালেন সকলকে।