বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং দিশা পাটানি একে-অপরের চোখের মণি। বিটাউনের ঘনিষ্ঠমহলে তারা ‘মাণিকজোড়’ হিসবেই পরিচিত। সপ্তাহান্তে সময় কাটানো থেকে ট্রিপে যাওয়া, সবেতেই দিশা-মৌনী একসঙ্গে।
তবে এবার ঘুরতে গিয়ে যা করলেন, তা দেখে নেটপাড়ার ভিরমি খাওয়ার জোগাড়! সম্প্রতি থাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন দিশা, মৌনী। আদ্যপান্ত গার্ল ট্রিপে বলিউডের দুই অভিনেত্রী যে চুটিয়ে মজা করছেন, তা বলাই বাহুল্য।
কারণ দুই তারকা সোশাল অ্যাকাউন্টে চোখ রাখলেই একের পর এক ছবি-ভিডিও। কখনও সুইমস্যুট পরে পুলে, আবার কখনও বা বিকিনি পরে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াতে দেখা যাচ্ছে দিশা পাটানি এবং মৌনী রায়কে।
দুই নায়িকাকে একসঙ্গে এক ছবিতে দেখা গেল বাথটাবে। যা দেখে নেটিজেনদের প্রশ্ন, সমকামী নাকি আপনারা?
পরনে অ্যানিম্যাল প্রিন্টেড বিকিনি। চোখে রোদচশমা।
অবিশ্বাস্য হলেও সত্যি, ভারতের এই স্থানগুলো রাতেও জ্বলজ্বল করে
একে-অপরের কাছাকাছি এসে স্নানঘরের আয়নায় মুহূর্ত বন্দি করছেন। মৌনী-দিশার এহেন সেলফি দেখে নেটপাড়ার একাংশ হইচই শুরু করে দিয়েছে। কারও প্রশ্ন, আপনারা কবে বিয়ে করছেন বলুন তো? আবার কারও মন্তব্য, আপনারা যে সমকামী, এটা আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করছেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।