সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৪ জন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে জেলার সিংগাইর উপজেলার তালতলা চর লক্ষীপুর এলাকায় এবং বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মুলজান এলাকায় পৃথক পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ গোপালরায় গ্রামের আব্দুল করিমের ছেলে হৃদয়(১৮) ও ভোলার দৌলতখান থানার দক্ষিণ জয়নগর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো: নিজামউদ্দিন (৩০)।
পুলিশ জানায়, আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপনের জন্য সিংগাইরের মানিকনগর থেকে পিকআপে মালামাল নিয়ে চরলক্ষীপুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর পথিমধ্যে অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে চাকা পিছলে পিকআপটি খাদে পড়ে যায়। এতে হৃদয় নামের এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায় এবং ৪ জন গুরুতর আহত হয়। অপরদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে পাটুরিয়াগামী একপি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক মো: নিজামউদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় যাত্রীবাহী বাসের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার উপ-পরিদর্শক আব্দুস ছালাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার ঘটনার বিষয়ে নিশ্চিত করেন। তারা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক সুখেন্দু বসু বলেন, বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।