এতিমখানায় গেল ২ হাজার কেজি জাটকা

দুই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযানে দুই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে তা ২৫টি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

দুই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়।

এর আগে বুধবার দিনগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার খান বাড়ি এলাকা থেকে ট্রাকভর্তি এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ভোলা থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। এ ঘটনায় জাটকা বহনকারী ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে।

যে কারণে শীতেও ঘরের জানালা খোলা রাখবেন

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত থেকে মাওয়া অবস্থান নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাতে সন্দেহভাজন একটি ট্রাক আটকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে জাটকা জব্দ করা হয়। যৌথ অভিযানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ও মাওয়া কোস্টগার্ডের একটি দল অংশ নেন।