দুইটি কারণে নাসিরকে বিয়ে করেছেন চমক

Chomok

বিনোদন ডেস্ক : ক’দিন আগেই বিয়ের খবর দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বলা চলে, খুবই সাধারণভাবে অর্থাৎ মাদরাসায় গিয়ে আজমান নাসিরকে বিয়ে করেছেন তিনি। দেনমোহর ছিল মাত্র ৯ টাকা। তার বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই বিয়ে সংক্রান্ত নানা বিষয় নিয়ে সমালোচনা করতে শুরু করেন একপক্ষ। যদিও কিছু সমালোচনা জবাব দিয়েছেন চমক।

Chomok

তিনি বলেন, জন্ম, মৃত্যু, বিয়ে নাকি পূর্বনির্ধারিত ভাগ্য। তাহলে বিয়ে বিষয়টি নিয়ে, কেনো আমরা এতো আলোচনা সমালোচনা করি। বিধাতা আমার বিয়েটা, এই মানুষটার সাথেই লিখে রেখেছিলো। এই মানুষটাকে সবাই প্রচণ্ড ধনকুবের কিংবা অসম্ভব ক্ষমতাশীল, খারাপ বা চরিত্রহীন মানুষ বলছে। কিন্তু এই মানুষটা এগুলোর একটাও না।

চমকের ভাষ্য, টাকাপয়সা, ক্ষমতা বরং আমারই বোধহয় একটু বেশি। এখন নিশ্চয়ই বলবেন তাহলে কেন তাকে বিয়ে করলাম? প্রথমত, বলেছিলাম বিয়েটা পূর্বনির্ধারিত ভাগ্য। দ্বিতীয়ত, সারাদিন আমি কাজ করে বাড়ি ফিরলে মানুষটা জিজ্ঞাসা করে, রাতে কি খাবে? শরীর কেমন? প্রচণ্ড মাথাব্যথা জ্বরে, মানুষটা আমার পাশে সারারাত জেগে থাকে।

অভিনেত্রীর ভাষ্য, কোনো দামী শাড়ি, গয়না, মোটা অংকের দেনমোহর কিছুই না! ৯ টাকা দেনমোহরে, ৯০০ টাকার শাড়ি, হাজার টাকার রজনীগন্ধা, বান্ধবীর শাড়ি আর এক পেইজের থেকে স্পন্সরড ইমিটিশনের গয়না পরেই বিয়েটা করলাম!

দেশের যে ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

সারাজীবন তার সঙ্গে থাকতে চান এমনটাই জানিয়ে চমক বলেন, এই মুহূর্তে আমার মতো সুখী কজন আছে জানি না! আবার এই সুখ কতদিন টিকবে তাও জানি না! তবে এই মানুষটার সাথে সারাজীবন কাটিয়ে দেয়ার ইচ্ছে আছে। বাকিটা উপরওয়ালার ইচ্ছে! আপনারা ও সুখে থাকুন। আমার জীবন নিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করে, অল্পতেই সুখ খুঁজতে শিখুন।