২টি নম্বরে কল দিলে মিলবে বিজিবির সহায়তা

শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। এটি রবিবার (১৪ মে) সকালে বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করতে পারে। দুর্যোগকালে সাধারণ মানুষকে সহায়তার জন্য দুটি টোল ফ্রি নম্বর চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় মোখায় যেকোনো প্রয়োজনীয় সহায়তা চেয়ে ০১৭৬৯৬০০৫৫৫ এবং ০১৮৮৯৬০০৫৫৫ দুটি টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ।

এদিকে, সর্বশেষ বলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ/দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ/দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

প্রাথমিকে একসঙ্গে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল!

এ অবস্থায় আবহাওয়া দফতর কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে।