আন্তর্জাতিক ডেস্ক : কোস্টারিকায় জরুরি অবতরণের সময় একটি কার্গো বিমান ভেঙে পড়েছে। গতকাল বৃহস্পতিবারের এ দুর্ঘটনার জেরে সান জোসে আন্তর্জাতিক বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। জরুরি অবতরণের সময় বিমানটির পেছনের চাকা দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। একপর্যায়ে বিমানটি রানওয়ে থেকে পিছলে উল্টো দিকে ঘুরে যায়।
সঙ্গে সঙ্গেই পেছনের চাকার চারপাশের অংশ ভেঙে এটি মাটিতে আছড়ে পড়ে। কোস্টারিকা দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, বিমানটির ভেতরে আটকা পড়েছিলেন দুজন ক্রু। বর্তমানে তাদের অবস্থা ভালো আছে। গুয়াতেমালার ওই দুই নাগরিককে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পাইলট তীব্র ঝাঁকুনি অনুভব করেছেন। উভয় ক্রু সচেতন ছিলেন। তাদের পুরো ঘটনা স্পষ্টভাবে মনে আছে। বোয়িং-৭৩৫ বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিপাকে পড়েছে।
A much clearer version of the crash landing has emerged!
Source: Unknown#DHL #AvGeek pic.twitter.com/FCYbgFaW0H
— AviationSource (@AvSourceNews) April 7, 2022
জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ২৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে সান জোসে বিমানবন্দরে জরুরি অবতরণ ঘটানো হয় বিমানটির। সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখার তথ্য পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।