রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় গভীর রাতে এক কৃষকের ১১৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠে কৃষক সাইদুর রহমান দেখতে পান তার দুই বছরের শ্রম, স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই শেষ।
সাইদুর রহমান জানান, দুই বছর আগে সিন্দুর কুসুম্বী গ্রামে সাড়ে ১৫ শতক জমিতে তিনি আমের বাগান গড়ে তোলেন। তার বাগানে বারোমাসি, কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাতের ১৩৩টি আমগাছ ছিল। দুই বছরের পরিশ্রমের পর এবার অনেক গাছে মুকুল আসার উপক্রম হয়েছিল। সকালে বাগানে এসে তিনি দেখেন, ১৩৩টির মধ্যে ১১৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা বলছেন, পূর্বশত্রুতা, জমি সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা কৃষক সাইদুর রহমানের এতো বড় ক্ষতি করেছে। গাছের সঙ্গে শত্রুতা থাকা উচিত নয়।
এ ঘটনায় পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
পবা থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমার গণমাধ্যমকে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হয়েছে। পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা চেষ্টা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



