থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ কন্যা দুই বছরেরও বেশি সময় ধরে কোমায় রয়েছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে কুকুর প্রশিক্ষণের সময় হৃদযন্ত্রের সমস্যার কারণে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন রাজকন্যা বাজরাকিতিয়াভা মহিদল। তখন থেকেই তিনি অচেতন রয়েছেন।
রাজপ্রাসাদ কার্যালয় গত শুক্রবার দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো তার শারীরিক অবস্থা নিয়ে জানিয়েছে।
তিনি গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন। এরপর মঙ্গলবার জারি করা দ্বিতীয় আপডেটে বলা হয়েছে, চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
রাজপরিবারের ব্যুরো থেকে বিবৃতিতে বলা হয়, ‘চিকিৎসক দল জানিয়েছে তার রক্তচাপ এখনও নিম্ন স্তরে রয়েছে, যার জন্য তার ক্রমাগত চিকিৎসার প্রয়োজন। রক্তচাপ স্থিতিশীল করার জন্য ওষুধ, কিডনির কার্যকারিতা এবং শ্বাস-প্রশ্বাস ঠিক রাখার জন্য চিকিৎসা সরঞ্জামের ব্যবহার এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।
’
থাইল্যান্ডে ‘রাজকুমারী ভা’ নামে পরিচিত। ৪৬ বছর বয়সী এই রাজকন্যা রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ কন্যা এবং তার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান। ৭৩ বছর বয়সী রাজা ভাজিরালংকর্ন চারটি বিয়ে করেছেন এবং তার সাতটি সন্তান রয়েছে।
বৃটেন, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে শিক্ষিত রাজকন্যা বাজরাকিতিয়াভা জাতিসংঘে বিভিন্ন পদে কাজ করেছেন এবং কারাগারে নারীদের উন্নততর অধিকার নিয়ে প্রচারণা চালিয়েছেন।
তাকে তার বাবার ঘনিষ্ঠ হিসেবে দেখা হয় এবং হাসপাতালে ভর্তি হওয়ার এক বছর আগে তাকে তার দেহরক্ষী কমান্ডে একজন সিনিয়র পদে নিযুক্ত করা হয়েছিল। রাজা তার নির্বাচিত উত্তরাধিকারী ঘোষণা করেননি। যদিও উত্তরাধিকার আইন অনুযায়ী পুরুষদের অগ্রাধিকার দেয়া হয়।
থাইল্যান্ডে রাজপরিবার সম্পর্কে কী বলা যাবে আর কী বলা যাবে না, তা কঠোর আইনে নিয়ন্ত্রিত। রাজপরিবারকে সমালোচনা থেকে রক্ষা করার জন্য ‘লে স ম্যাজেস্টি’ আইন রয়েছে।
iPhone 17 Series আসছে নতুন ডিজাইন ও ক্যামেরা নিয়ে, একই ইভেন্টে থাকছে আরও ৩টি পণ্যে
এই আইনের অধীনে প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, নাখন রাতচাসিমা প্রদেশের খাও ইয়াই ন্যাশনাল পার্কে ২০২২ সালে সামরিক কুকুর প্রশিক্ষণ সেশনে দৌড়ানোর সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন রাজকন্যা। এরপর তাকে প্যাক চং নানা হাসপাতালে নেওয়া হয় এবং পরে হেলিকপ্টারে করে ব্যাংককের কিং চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়।
সূত্র : এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।