২ বছর পর টুইটারে এসে যা বললেন ট্রাম্প

Donald J. Trump

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটারে) প্রায় আড়াই বছর পর ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির মামলায় বৃহস্পতিবার আত্মসমর্পণের পর কারাগার থেকে বের হয়ে এসে এক্সে একটি পোস্ট করেন তিনি।

Donald J. Trump

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার নির্বাচনে কারচুপির মামলায় বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন। ২০ মিনিট পর কারাগার থেকে বের হয়ে এসে প্রায় আড়াই বছর পর প্রথমবার মতো এক্সে পোস্ট করেন তিনি।

যুক্তরাষ্ট্রের গ্রেপ্তার হওয়ার পর যেকোনো কয়েদীর সামনে ও পাশ থেকে একটি ছবি তোলা হয়, যাকে মাগশট বলে। তিনি এই মাগশটের ছবি এক্সে পোস্ট করে লেখেন, ‘নির্বাচনে হস্তক্ষেপ, কখনোই আত্মসমর্পণ নয়’। সঙ্গে তিনি তাঁর নির্বাচনী তহবিল গঠনের উদ্দেশে চালু করা ওয়েবসাইটের লিংকও যুক্ত করেন।

বাথরুমে গিয়ে লুকিয়ে যে কাজটি করেন আলিয়া ভাট

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিকতার সময় ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার চালান ট্রাম্পের সমর্থকরা। ওই সময় সমর্থকদের সমর্থন করে পোস্ট দেয়ায় টুইটার থেকে স্থায়ীভাবে নিষিদ্ধন হন ট্রাম্প। পরে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর গত ১৯ নভেম্বর ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।