বিসমিল্লাহ বলে শুকরের মাংস খাওয়ায় টিকটকারের ২ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক : ‘বিসমিল্লাহ’ বলে শুকরের মাংস খাওয়ার অপরাধে এক টিকটক তারকাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ইন্দোনেশিয়ার একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই টিকটকারের নাম লীনা লুৎফিয়াবতী। যদিও যেই ভিডিওর কারণে তাকে সাজা দেয়া হয়েছে তা গত মার্চ মাসে আপলোড করা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে লীনা শুকরের মাংস খাচ্ছেন। কিন্তু ওই মাংস খাওয়ার আগে তিনি ‘বিসমিল্লাহ’ বলে ফেলেন, যা মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি শব্দ। আর এ নিয়েই ইন্দোনেশিয়ার ইসলামপন্থীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লীনাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিএনএন জানিয়েছে, ইন্দোনেশিয়ার একটি আদালতে লীনা দোষী সাব্যস্ত হয় এবং তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে ২৫০ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি জরিমানা করা হয়। অনাদায়ে অতিরিক্ত তিন মাসের সাজা ঘোষণা করে আদালত। এদিকে সাজা ঘোষণা হতেই আদালতের মধ্যে কান্নায় ভেঙে পড়েন লীনা।

তিনি ইন্দোনেশিয়ার একজন জনপ্রিয় টিকটকার । তার টিকটক একাউন্টের নাম ‘লীনা মুখার্জি’, যার ফলোয়ার ২০ লাখেরও বেশি।
উল্লেখ্য, শুকরের মাংসকে অপবিত্র বলে মনে করেন মুসলিমরা । আর আরবি শব্দ ‘বিসমিল্লাহ’ মুসলিমদের কাছে পবিত্র একটি শব্দ। মূলত সে কারনেই মুসলিমদের রোষের মুখে পড়তে হয় লীনাকে। ইন্দোনেশিয়ায় এ ধরণের ঘটনা ধর্মাবমাননার অধীনে পড়ে। গত কয়েক বছরে ইন্দোনেশিয়ায় ইসলামি আইন কড়া হয়েছে। গত বছর ২৮ জন এ মামলায় গ্রেপ্তার হন।