আন্তর্জাতিক ডেস্ক : চা-বাগান থেকে উদ্ধার হল প্রায় ২০ ফুট লম্বা অজগর। মঙ্গলবার ভারতের ময়নাগুড়ির ঘটনা। ময়নাগুড়ি ব্লকের রামসাই কালীপুর বনবস্তির চা-বাগান থেকে সাপটি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিশাল আকৃতির ওই সাপটি একটি ছাগলকে পেঁচিয়ে ধরে খাওয়ার চেষ্টা করছিল। সেই সময় বাগান মালিক তা দেখে ফেলেন। দ্রুত খবর দেওয়া হয় বন দফতরের ‘রামসাই মোবাইল স্কোয়াড’কে। খবর দেওয়া হয় ময়নাগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনেও। এর পর সাপটিকে উদ্ধার করা হয়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ‘সাপটি ওয়াটার পাইথন’ প্রজাতির। এ নিয়ে ওই পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দকুমার রায় বলেন, ‘‘প্রায় ২০ ফুট লম্বা ওই সাপটিকে বন দফতর এবং পরিবেশপ্রেমী সংগঠনের যৌথ উদ্যোগে উদ্ধার করা হয়েছে। সাপটিকে সুস্থ অবস্থায় গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।