আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ৩ শতাধিক মৃত্যুর জন্য ভারত এবং ইন্দোনেশিয়ার তৈরি ২০টি ওষুধকে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ওষুধগুলোর মধ্যে রয়েছে কাশির সিরাপ এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের তৈরি ভিটামিন।
এনডিটিভি জানিয়েছে, ডব্লিউএইচও’র একজন মুখপাত্র বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার ফার্মাসিউটিক্যালসের তৈরি ২০টি সিরাপকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তালিকাভুক্ত করেছে। ওষুধগুলোর মধ্যে সাতটি তৈরি হয় ভারতে এবং বাকিগুলো ইন্দোনেশিয়ায়।
এর মধ্যে ভারতের তৈরি ওষুধ খেয়ে উজবেকিস্তান, গাম্বিয়া এবং নাইজেরিয়াসহ বেশ কয়েকটি দেশে গত বছর ৮৮ জনের মৃত্যু হয়। এছাড়াও ইন্দোনেশিয়ার তৈরি সিরাপ খেয়ে দেশটিতে প্রায় ২০০ শিশুর মৃত্যু হয়।
ভারতের তালিকাভুক্ত ওষুধগুলো হরিয়ানা-ভিত্তিক মেডেন ফার্মাসিউটিক্যালসে ৪টি, নয়ডা-ভিত্তিক মেরিয়ন বায়োটেকের ২টি এবং পাঞ্জাবভিত্তিক কিউপি ফার্মাকেম এর ১টি সিরাপ।
চলতি জুনের শুরুতে নাইজেরিয়ার ড্রাগ কন্ট্রোলার প্যারাসিটামল সিরাপ ডায়থাইলিন গ্লাইকোল বা ইথিলিন গ্লাইকোলের ওপর সতর্কতা জারি করেছিল। সিরাপটি মুম্বাইভিত্তিক একটি সংস্থা তৈরি করেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।