আন্তর্জাতিক ডেস্ক : চা পান করতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে ভ্রমণের সময় অনেকেই চা পান করতে পছন্দ করেন। কিন্তু ২০ টাকার এক কাপ চা খেয়ে যদি কাউকে ভ্যাটসহ ৭০ টাকা গুনতে হয়, তাহলে মাথায় আকাশ ভেঙে পড়ার মতোই মনে হবে! এমন ঘটনাই ঘটেছে ভারতের ভোপাল শতাব্দী এক্সপ্রেস ট্রেনে। এ নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ জুন) শতাব্দী এক্সপ্রেসে দিল্লি থেকে ভোপাল যাত্রাকালে ২০ টাকার এক কাপ চা অর্ডার করেছিলেন এক ব্যক্তি। পরে হাতে বিল আসতেই চমকে গেলেন তিনি। ২০ টাকার এক কাপ চায়ে সার্ভিস চার্জ নেয়া হয়েছে ৫০ টাকা। অর্থাৎ ওই চায়ের জন্য তাকে ৭০ টাকা দিতে হবে!
স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়ে ওই যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলটি শেয়ার করে ক্ষোভ উগরে দেন। লেখেন, ‘২০ টাকার চায়ে ৫০ টাকা জিএসটি (পণ্য ও পরিষেবা কর)। সব মিলিয়ে দাম পড়ল ৭০ টাকা। কী দুর্দান্ত লুট, না?’
ভারতীয় রেল জানিয়ে দেয়, জিএসটি নয়, এর পেছনে রয়েছে বছর চারেক আগের এক বিজ্ঞপ্তি। ২০১৮ সালে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল রেল। তাতে বলা হয়েছিল, যদি শতাব্দী বা রাজধানীর মতো এক্সপ্রেসে কোনো যাত্রীর রিজার্ভেশন থাকে অথচ তিনি কোনো ‘মিল’ বুক না করে থাকেন, তবে তিনি কোনো খাবার অর্ডার করলে তাকে ৫০ টাকা সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে। তিনি এক কাপ চা বা কফি অর্ডার করলেও এই চার্জ ধার্য হবে।
এর আগে রাজধানী বা শতাব্দীতে যাত্রীদের খাবারের জন্য কোনো আলাদা খরচ করতে হত না। কিন্তু পরে তা ঐচ্ছিক করে দেয়া হয়। পরিবর্তিত নিয়মে কোনো যাত্রী খাবার না নিতে চাইলে তাকে স্রেফ টিকিটের মূল্য দিতে হবে। ফুড সার্ভিস বাবদ কোনো টাকা দিতে হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।