আন্তর্জাতিক ডেস্ক : গত এক সপ্তাহে অভিযান চালিয়ে সৌদি আরবে ২০ হাজার ৮৯৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, কর্ম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ
সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৯৩০ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৫ হাজার ৬৪৯ জনকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ায় এবং ৩ হাজার ৩১৭ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৩৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে ৫৫ শতাংশ ইউথোপিয়ান, ৪৩ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের বাসিন্দা। এছাড়া পার্শ্ববর্তী দেশ পাড়ি দেয়ার চেষ্টাকালে আরও ১০৭ জনকে আটক করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যদি কেউ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করে ধরা পড়ে তাহলে তাকে অন্তত ১৫ বছরের জেল এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করার বিধান রয়েছে। এছাড়া যদি কেউ অবৈধ ব্যক্তিদের আশ্রয় দেন তাহলে তার স্থায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।