বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাজারে মিডরেঞ্জের স্মার্টফোন নিয়ে এসেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ফোনটির মডেল ভিভো ওয়াই৩৫। ইন্দোনেশিয়ার বাজারে ডিভাইসটি উন্মোচন করা হয়েছে। ফোনটির প্রধান আর্কষণ ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ হাইলাইটিং ফিচার, যা ফোনকে ৩৪ মিনিটে ৭০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম হবে।
ভিভো ওয়াই৩৫ ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ফোনটির ডিসপ্লে রেজোলিউশন ১০৮০ বাই ২৪০৮ পিক্সেল। কোয়ালকমের শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৮০ রয়েছে ফোনটিতে। ৮ জিবি র্যামের ফোনে ১২৮ জিবি স্টোরেজ রয়েছে, পাশাপাশি ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুযোগ রয়েছে এই ফোনে। স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া সম্ভব। গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ চলবে এতে।
ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে ভিভোর নতুন ফোনে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের পাশাপাশি একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও আরেকটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফিপ্রেমীদের জন্য ফোনের পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় দিকে ডেডিকেটেড নাইট মোডের সুবিধা পাওয়া যাবে।
৫০০০ এমএএইচ ব্যাটারির ভিভোর নতুন এই ফোনে রয়েছে অডিও বুস্টার ২.০ সুবিধা, এর ফলে ফোনের স্পিকারের সাউন্ড ৭২ ডিবি পর্যন্ত বাড়ানো যাবে। যা ঘরের বাহিরে বেশ কাজে দেবে। ফোনটির দাম ইন্দোনেশিয়ার বাজারে ৩৩০০ রুপিয়াহ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।