জুমবাংলা ডেস্ক : একটি ২০ তলা বাড়ির পেট চিরে যাত্রী নিয়ে ছুটছে মেট্রো। এমন দৃশ্য যে এ দেশে দেখা যাবে এমনটা কল্পনাও করেননি কেউ। কিন্তু সেটাই হল। মাটির তলা দিয়ে মেট্রো ছুটছে, ওপরে ছুটছে গাড়ি। গঙ্গার তলা দিয়েও ছুটে যাবে মেট্রো। ট্রেন লাইন, খালের তলা দিয়েও মেট্রো ছুটছে কলকাতায়।
আবার অনেক জায়গায় মাটির ওপর দিয়েও তা যাত্রী নিয়ে ছুটে চলেছে গন্তব্যে। এসব ক্ষেত্রে আশপাশে বাড়ি পড়ছে বটে। তবে সেসব বাড়ির সঙ্গে কিছুটা দূরত্ব অবশ্যই রয়েছে।
এদিকে কলকাতার পাশাপাশি এখন ভারতের অনেক শহরেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। তেমনই একটি শহর নাগপুর। যেখানে মেট্রো পরিষেবা শুধু চালুই হয়নি, এক আজব জায়গা দিয়ে ছুটে যাচ্ছে মেট্রো।
এবার নাগপুরের সীতাবুলদি-জিরো মাইল-কস্তুরচন্দ পার্ক-এর মধ্যে মেট্রো পরিষেবা চালু হল। যা ১.৬ কিলোমিটার পথ অতিক্রম করবে।
এই রুটে মেট্রো লাইনকে এক অভিনব উপায়ে নিয়ে যাওয়া হয়েছে। একটি ২০ তলা বাণিজ্যিক অট্টালিকার ৪ তলার পেট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেট্রোর লাইন। বাড়িটির অন্য তলায় যেমন নানা অফিস রয়েছে তেমনই আছে। সেখানে মানুষ কাজও করছেন।
যা দেখা যাচ্ছে যে ওই বাড়িটির কোনও অফিসে কর্মরত কাউকে মেট্রো ধরতে হলে বাড়ি থেকে বার হওয়ার দরকার নেই। কেবল ৪ তলায় চলে এলেই হবে। মেট্রো আপাতত চালু হলেও বাকি অংশে পরিষেবা চালুর জন্য কাজ চলছে জোরকদমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।