বিনোদন ডেস্ক : অভিনেত্রী পরিণীতি চোপড়াকে কে না চেনেন! গায়িকা পরিণীতির কথাও অনেকেই জানেন। এই পরিণীতি বড় পর্দায় পা রেখেছিলেন ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ ছবির হাত ধরে। যদিও ছোট পর্দার হাত ধরে পরিণীতির আবির্ভাব হয়ে গিয়েছিল বহু আগেই। সেটা ছিল ২০০৪ সাল।
পরিণীতি বয়স তখন অবশ্য মাত্র ১৫। সেসময় টেলিভিশন বলতে দূরদর্শনই একমাত্র টেলিভিশন ছিল। তখন দূরদর্শনের কোনও অনুষ্ঠানে সুযোগ পাওয়াও ছিল কঠিন। তবে কোনো সিরিয়াল বা নাটক নয়, দূরদর্শনের পর্দায় কিশোরী পরিণীতিকে গান গাইতে শোনা গিয়েছিল। পরিণীতি নিজেও সোশ্যাল মিডিয়ায় দূরদর্শনের পর্দায় নিজের গান গাওয়ার সেই ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, সেটাই ছিল আমার আসল আবির্ভাব।
ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে ২০ বছর আগে পরিণীতির সেই গান গাওয়ার ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে পরিণীতিকে গেরুয়া রঙের সালোয়ার কামিজে দেখা যাচ্ছে। অন্যান্য কিশোর-কিশোরীর সঙ্গে দেশাত্মবোধক গান গাইতে শোনা যাচ্ছে তাকে।
ব্রিফকেসের স্টাইলে ভাঁজ করা যায় হোন্ডার এই ইলেকট্রিক স্কুটার
কেউ কেউ বিস্মিত হয়ে লিখেছেন, তখনকার পরিণীতির আর এখনকার পরিণীতির মধ্যে কিন্তু সেভাবে কোনও পরিবর্তনই হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।