আন্তর্জাতিক ডেস্ক : মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ২০০ কিলোগ্রাম ওজনের হাঙর। রবিবার সকালে ভারতের পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা মোহনায় হাঙর ধরা পড়ায় হইচই পড়ে যায় গোটা এলাকায়। চাঞ্চল্য তৈরি হয় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।
রবিবার সকালে দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ২০০ কেজি হাঙর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই তুমুল আলোড়ন শুরু হয় এলাকায়। পরে জানা যায়, সেটি ২৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। কলকাতার একটি সংস্থা হাঙরটি কিনে নিয়েছে বলে খবর। কিন্তু চোখের সামনে এত বড় হাঙর দেখে ক্যামেরাবন্দী করার লোভ সামলাতে পারেননি স্থানীয় থেকে পর্যটকরা। তাঁরা ভিড় জমান দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। যদিও বিষয়টি নিয়ে এর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ম অনুযায়ী, এই হাঙর বিক্রি করা নিষিদ্ধ। তার পরও কী ভাবে তা খোলা বাজারে এত দামে বিক্রি হল সেটি? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষেরই একাংশ। উল্লেখ্য, এর আগে নভেম্বরে ‘চিরুনি ফাল’ বা ‘সোর্ড ফিশ’ নামে এক বিশাল দেহ মাছের খোঁজ মিলেছিল দিঘা মোহনায়।
সেদিন যে চিরুনি ফালের খোঁজ মিলেছিল, তার ওজন আনুমানিক ৫৫০ কিলোগ্রাম। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। বিরল প্রজাতির চিরুনি ফালের পাখনা দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলে দাবি মৎস্যজীবীরা। মাছটির বাজারমূল্য কয়েকহাজার টাকা বলে ধারণা অনেকের। গত নভেম্বরে দিঘা মোহনার জিকেডি আড়তে মাছটি ওঠে। মাসখানেক আগেই দামোদরের জলে ডলফিনের দেখা মেলায় হইচই পড়ে যায়। সে বার গলসির শিল্লাঘাটের দামোদরের জলে দেখা মেলে গাঙ্গেয় ডলফিনের।
স্থানীয় ও মৎসজীবীরা যাতে তাকে উত্তক্ত না করে, তার জন্য এলাকায় মাইকিং প্রচার করে বনদপ্তর। অগাস্টের শুরুতেই বকখালির সমুদ্র তটে দেখা মিলেছিল বিশাল আকৃতির ডলফিনের। ভোররাতে স্থানীয় মৎস্যজীবীরা যখন নদীতে মাছ ধরতে যায়, তখনই এই বিশাল আকৃতির ডলফিনকে দেখতে পায় তারা। বকখালির সমুদ্রসৈকতে ডলফিনটিকে সকাল থেকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রায় কুড়ি ফুটের চেয়েও বড় এই ডলফিনের আকৃতি। বিশালাকৃতি ডলফিনটিকে দেখতে পেয়ে ভিড় জমান স্থানীয়রা। পরে স্থানীয় এলাকার মানুষ বকখালি বন দফতরে এই খবর দেয়।পরে বনদফতরের কর্মীরা খবর পেয়ে মৃত ডলফিনটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান কোনও জাহাজের ধাক্কায় আঘাত খেয়ে বকখালি উপকূলে উঠে পড়ে ডলফিনটি। এত বড় ডলফিন আগে কখনও ফ্রেজারগঞ্জ এলাকায় দেখা যায়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। তার পর সোর্ড ফিশ দিঘা মোহনায়। এই বার খোঁজ মিলল হাঙরের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।