Xiaomi 12T Pro ফোন আপনার জন্য কেমন হবে?
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 200 MP ক্যামেরার স্মার্টফোন আনল Xiaomi। সম্প্রতি লঞ্চ হয়েছে Xiaomi 12T Pro ও Xiaomi 12T। এর মধ্যে Xiaomi 12T Pro -তে রয়েছে Snapdragon 8+ Gen 1 চিপসেট ও 200 MP ক্যামেরা। বিশ্বের একাধিক দেশে এই 2টি ফোন লঞ্চ করেছে বেজিংয়ের সংস্থাটি। এক নজরে Xiaomi 12T Pro ও Xiaomi 12T -র দাম ও ফিচার্স দেখে নিন।
শাওমির এই ফোনের সবথেকে বড় নজর কেড়ে নেওয়ার মত বিষয় হলো এর ক্যামেরা মডিউল। শাওমি বরাবরের মতই তাদের ফোনে দুর্দান্ত ক্যামেরা সিস্টেম দিয়ে থাকে এবং এই ফোনও তার ব্যাতিক্রম নয়। ক্যামেরা মডিউল দেখতে যত সুন্দর কাজেও ততই জোস। পেছনের দিকে আছে ২০০ মেগাপিক্সেল মেইন সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনার দিকে রয়েছে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোন দিয়ে দারুণ দারুণ ছবি এবং ভিডিও ধারণ করা সম্ভব এবং অন্যান্য ফোনের মত এই ফোন থেকেও বাদ যায় নি 8K রেকর্ডিং।
৫০০০ mAh ব্যাটারির এই ফোন অনেক দীর্ঘ সময় পর্যন্ত চলবে ভারী কাজ করা হলেও। এই ফোন চারজ করার জন্য ফোনে পাবেন ফাস্ট চার্জিং সাপোর্ট এবং বক্সের ভেতরে পাবেন একটি ৩৩ ওয়াটের চার্জার যা দিয়ে নিমেষেই চার্জ করে ফেলতে পারবেন। ক্যাবলের পাশাপাশি ওয়ারলেস চার্জার দিয়েও চার্জ করে ফেলতে আপ্রবেন নিমেষেই। এন্ড্রোয়েড ১২ ও MIUI 13 এর মাধ্যমে অনেক ফিচার পেয়ে যাবেন এবং পাশাপাশি পারফর্মেন্স ও নিরাপত্তা আরেক পর্যায়ে চলে যাবে।
Xiaomi 12T Pro ও Xiaomi 12T: দাম
বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে Xiaomi 12T Pro ও Xiaomi 12T। এর মধ্যে Xiaomi 12T ফোনের দাম শুরু হচ্ছে 599 ইউরো (প্রায় 48,800 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 8 GB RAM ও 128 GB স্টোরেজ। এছাড়াও 8GB RAM ও 256 GB স্টোরেজে এই ফোন লঞ্চ হয়েছে। যদিও সেই ভেরিয়েন্টের দাম ঘোষণা করেনি সংস্থাটি।
অন্যদিকে Xiaomi 12T Pro -এর দাম শুরু হচ্ছে 749 ইউরো (প্রায় 60,500 টাকা) থেকে। এই ফোনের বেস ভেরিয়েন্টেও রয়েছে 8 GB RAM ও 128 GB স্টোরেজ। এই ফোনের টপ ভেরিয়েন্টে থাকছে 12 GB RAM ও 256 GB স্টোরেজ।
এই ফোনের ডিস্প্লের কথা না বললেই না। ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জের একটি অ্যামোলেড ডিস্প্লে থাকায় ফোন ব্যবহার সময় একদম মাখনের মত মসৃণ মনে হবে। পাশাপাশি 1220×2712 পিক্সেল রেজুলেশনের হাই কোয়ালিটি ডিস্প্লে হওয়ায় মুভি বা সিরিজ দেখার ক্ষেত্রে অনেক দারুণ এক অভিজ্ঞতা পাবেন। আর রিফ্রেশ রেট বেশি হওয়ায় গেমিং ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে।
পরিশেষে বলা যায়, শাওমির এই ফোন এক প্রকার অল-রাউন্ডার ফোন যা এই প্রাইসে অনেক ফিচার দিচ্ছে। এতে আছে ভালো মানের ক্যামেরা মডিউল, বড়, স্মুথ ও সুন্দর ডিস্প্লে, ভালো প্রোসেসর এবং একটি ভালো ব্যাটারি। এসব থাকলে একটা ফোনের আর কী চাই? আপনি যদি একটি হাই পারফর্মেন্সের ফোন চান যা দিয়ে একই সাথে ভালো ক্যামেরার কাজ ও মিডিয়া দেখার কাজও করা যাবে, তাহলে আপনি এই ফোন নিজের পছন্দ তালিকায় রাখতে পারেন। এই মূল্যে এই ফোন দারুণ হবে।
খোলামেলা দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।