নদীতে লাফিয়ে পড়েছে ২ হাজার মানুষ, বন্ধে ব্রিজে লাগল নেট

গোল্ডেন গেট ব্রিজে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজে আত্মহত্যা প্রতিরোধে স্টিলের নেট লাগানো হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গোল্ডেন গেট ব্রিজে

প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৩৭ সালে ব্রিজটি উন্মুক্ত করে দেওয়ার পর প্রায় ২ হাজার মানুষ সেখান থেকে নদীতে লাফ দিয়েছে। এর ফলে যেসব পরিবার প্রিয়জনকে হারিয়েছে তারা কয়েক দশক ধরে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত তাদের দাবির মুখে ১.৭ মাইল (২.৭ কিলোমিটার) দীর্ঘ সেতুটির প্রায় ৯৫ শতাংশজুড়ে স্থাপিত হলো আত্মহত্যা প্রতিরোধ ব্যবস্থা।

গোল্ডেন গেট ব্রিজ হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোরটেশন ডিস্ট্রিক্ট এক বিবৃতিতে জানিয়েছে, নেট লাগানোর উদ্দেশ্য ব্রিজ থেকে লাফ দেওয়া ব্যক্তিদের মৃত্যুর সংখ্যা কমানো। অবশ্য ব্রিজটিতে নেট লাগানোর সিদ্ধান্ত ২০১৪ সালেই অনুমোদিত হয়েছিল। কিন্তু তার চার বছর পরেও সেই কাজ শুরু করা সম্ভব হয়নি। যেহেতু অনেকে দাবি করছিলেন, নেট লাগানোর পর সেতু থেকে নদীর দৃশ্য দেখা ক্ষতিগ্রস্ত হবে।

শীতকালে ফ্রিজে তাপমাত্রা কত রাখবেন জানেন না অনেকে, জেনে নিন

প্রতি বছর গড়ে গোল্ডেন গেট ব্রিজে প্রায় ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটে। ২০২৩ সালে নেট লাগানোর কাজ চলার সময়ই সেখানে ১৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।