আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের একটি প্রত্নতাত্ত্বিক সাইট থেকে প্রায় ২ হাজার বছর আগের মুদ্রা পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকেরা। সম্প্রতি পাওয়া এসব মুদ্রা তামার বলে জানা গেছে। একটি কিংবা দুটি নয়, রয়েছে হাজারো তাম্রমুদ্রার মজুত। যেখান থেকে এই মুদ্রা পাওয়া গেছে, জায়গাটি এক সময় মহেঞ্জোদারো সভ্যতার অংশ ছিল।
বিজ্ঞানভিত্তিক সাময়িকী লাইভ সায়েন্স বলছে, পাকিস্তানের ওই প্রত্নতাত্ত্বিক সাইটে একটি বৌদ্ধমন্দিরের ধ্বংসাবশেষ পান প্রত্নতাত্ত্বিকেরা। ওই সময় সেখানে তাম্রমুদ্রার মজুতও পাওয়া যায়। তাদের ধারণা, মন্দিরটি কুশান সাম্রাজ্যের সময়কার।
কুশান সাম্রাজ্যের সময় এই এলাকায় বৌদ্ধধর্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বৌদ্ধদের এই তীর্থস্থানের আরেক নাম ‘স্টুপা’। মহেঞ্জোদারোর বর্ধিতাংশে এই মন্দির ছিল। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দে দক্ষিণ–পূর্ব পাকিস্তানে ছিল এই মহেঞ্জোদারো সভ্যতা, যা নিয়ে বলিউডে এই নামে চলচ্চিত্রও নির্মিত হয়েছে।
পাকিস্তানের প্রত্নতাত্ত্বিক শেখ জাভেদ আলি সিন্দি বলেন, মহেঞ্জোদারো সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার ১ হাজার ৬০০ বছর পর এখানেই মন্দিরটি গড়ে উঠে। এটি মহেঞ্জোদারো সভ্যতার বর্ধিত অঞ্চল।
শেখ জাভেদ আলি সিন্দির নেতৃত্বে একদল প্রত্নতাত্ত্বিক মহেঞ্জোদারো সভ্যতা ধ্বংস নিয়ে কাজ করতে এখানে এসেছিলেন। এরপর তাম্রমুদ্রার মজুত খুঁজে পান তারা। এসব মুদ্রা এবার বিশেষভাবে পরিষ্কার করা হবে এবং ল্যাবে চলবে পরীক্ষা–নিরীক্ষা।
লাইভ সায়েন্স বলছে, এসব মুদ্রার মোট ওজন সাড়ে ৫ কেজি। তবে এতে মাটি মিশে রয়েছে। পাকিস্তানের প্রত্নতাত্ত্বিক শেখ জাভেদ আলি সিন্দি জানান, মোট এক থেকে দেড় হাজার মুদ্রা রয়েছে। বাতাসের সংস্পর্শে এগুলো সবুজ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।