আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডের প্রবীণ নাগরিক টম আর্নল্ড ভুল করে ৬০টি চশমা অর্ডার করে দেন। তিনি ভেবেছিলেন যে, শুধুমাত্র ১০ বা ১২টি অর্ডার করেছেন তিনি। ক্রিস আর্নল্ড নামে এক টুইটার ব্যবহারকারী তার বাবার চশমার স্তূপসহ সোফায় বসে থাকা ছবি শেয়ার করেছেন। ২৬ মার্চ শেয়ার করা পোস্টটি এখন পর্যন্ত ২৬ লাখ বারেরও বেশি লোক দেখা হয়েছে। ক্রিস লিখেছেন, আমার বাবা ভুল করে ৬০টি চশমা অর্ডার করেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টম আর্নল্ড বলেন, আমি ১২ নম্বরে অর্ডারটি নিশ্চিত করেছি, কিন্তু আসলে সেটি ছিল ৫ সেটের ১২ চশমা, অর্থাৎ প্রতি সেটে ৫টি চশমা। এ হিসাবে তিনি ৬০টি চশমা পেয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হয়, অর্ডার দেয়ার সময় আপনি কি চশমা পরে ছিলেন? ‘না’ -টম উত্তর দিল। প্রবীণ নাগরিক বললেন, তিনি ১০টি চশমা রাখবেন এবং ৫০টি ফেরত দেবেন। সূত্র : জে এন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।