২০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন গুগলের সিইও

গুগলের সিইও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেক জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটের নির্বাহী প্রধান সুন্দর পিচাই ক্ষতিপূরণ হিসেবে ২২৬ মিলিয়ন ডলার পেয়েছেন। যা সব কর্মচারীর বেতনের ৮০০ গুণেরও বেশি।

গুগলের সিইও

শুক্রবার (২১ এপ্রিল) একটি সিকিউরিটি ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সিকিউরিটি ফাইলিংয়ে দেখানো হয়েছে, কোম্পানির ক্ষতিপূরণের মধ্যে প্রায় ২১৮ মিলিয়ন ডলার স্টক পুরস্কারের অন্তর্ভুক্ত।

বেতন বৈষম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট বিশ্বব্যাপী তাদের কর্মী ছাঁটাই করছে। ক্যালিফোর্নিয়া-ভিত্তিক কোম্পানি দ্য মাউন্টেন ভিউ জানুয়ারি মাসে বিশ্বজুড়ে ১২ হাজার চাকরি পদ কমানোর ঘোষণা করেছে। যা তার বিশ্বব্যাপী কর্মশক্তির ৬ শতাংশের সমান।

স্ত্রী সালসাবিল যে কারণে নোবেলের কাছ থেকে আলাদা থাকেন

চলতি মাসের শুরুর দিকে ছাঁটাই নিয়ে বিরোধের কারণে কয়েকশ গুগল কর্মচারীরা কোম্পানির লন্ডন অফিসে আন্দোলন করে। মার্চ মাসে ২০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করার পরে গুগলের কর্মীরা কোম্পানির জুরিখ অফিসে আন্দোলন করেছিল।