সম্প্রতি Realme ভারতে তাদের Realme 15 এবং Realme 15 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এবার শোনা যাচ্ছে কোম্পানি চীনে আগামী কয়েক মাসের মধ্যে তাদের ফ্ল্যাগশিপ GT সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে Realme GT 8 এবং Realme GT 8 Pro মডেল লঞ্চ করা হবে। এই বছর কোম্পানি তাদের এই আপকামিং সিরিজের ক্ষেত্রে নতুন স্ট্র্যাটেজি অনুসরণ করে একই সঙ্গে দুটি ফোন পেশ করতে পারে। এর আগে এই সিরিজের ভ্যানিলা মডেল এবং প্রো মডেল আলাদা আলাদাভাবে লঞ্চ করা হত। নিচে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের শেয়ার করা লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Realme GT 8 এবং Realme GT 8 Pro ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)
লিক অনুযায়ী, এই বছরের চতুর্থ কোয়ার্টারের প্রথম দিকে অর্থাৎ 2025 সালের অক্টোবর মাসে Realme GT 8 এবং Realme GT 8 Pro ফোনদুটি পেশ করা হবে। জানিয়ে রাখি গত বছর কোম্পানি তাদের Realme GT 7 Pro ফোনটি নভেম্বর মাসে এবং সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Realme GT 7 ফোনটি প্রায় 6 মাস পর 2025 সালের মে মাসে লঞ্চ করেছিল।
এতটা সময়ের ব্যাবধানের ফলে ফোনদুটির স্পেসিফিকেশনে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। তবে এই লিক সঠিক হলে অর্থাৎ এবার একই সঙ্গে আপকামিং ফোনদুটি লঞ্চ করা হলে GT 8 এবং GT 8 Pro ফোনে বেশ কিছু মিল দেখা যাবে।
Realme GT 8 এবং Realme GT 8 Pro ফোনের প্রসেসর (লিক)
কোম্পানি তাদের আপকামিং Realme GT 8 সিরিজে সবচেয়ে ফাস্ট চিপসেট যোগ করতে পারে। লিক অনুযায়ী Realme GT 8 এবং Realme GT 8 Pro উভয় ফোনেই ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Elite 2 চিপসেট যোগ করা হবে। এই প্রসেসর আগের মডেলের তুলনায় বেস শক্তিশালী এবং একই প্রসেসরের ফলে দুটি ফোনের পারফরমেন্স একই রকম হবে।
Realme GT 8 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)
এই আপকামিং সিরিজের Realme GT 8 Pro ফোনটি সম্পর্কে আগেও বিভিন্ন তথ্য লিক হয়েছে, এই বিষয়ে নিচে আলোচনা করা হল।
ডিসপ্লে: Realme GT 8 Pro ফোনে 6.85-ইঞ্চির ফ্ল্যাট 2K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে AR অ্যান্টি গ্লেয়ার কোটিং থাকতে পারে, যার ফলে জোরালো আলো বা কড়া রোদে দাঁড়িয়েও ফোনটি ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না। স্যামসাঙ তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Galaxy S25 Ultra ফোনেও এই টেকনোলজি যোগ করেছে।
ক্যামেরা: Realme GT 8 Pro ফোনে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে, এটি সম্ভবত Samsung HP9 সেন্সর হবে। এর সাহায্যে ফোনটিতে দারুণ ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স এবং অসাধারণ জুম কোয়ালিটি পাওয়া যাবে।
ব্যাটারি: Realme GT 8 Pro ফোনটিতে দীর্ঘ সময় পর্যন্ত পাওয়ার ব্যাকআপের জন্য 7000mAh এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।
আশা করা হচ্ছে এই ফোনে এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে, এর ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে।
অন্যান্য ফিচার: Realme GT 8 সিরিজের ফোনে মেটাল মিড ফ্রেম দেওয়া হতে পারে। ফলে এই ফোনে লুকের পাশাপাশি মজবুতি ও প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।
জানিয়ে রাখি Realme GT 8 Pro ফোনটি সম্পর্কে অনেক কিছু জানা গেলেও, realme GT 8 ফোনটি সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। আগামী কিছু দিনের মধ্যে আরও তথ্য এবং সম্ভবত ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়াল ডিটেইলসও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এই বছর মে মাসে লঞ্চ হওয়া কোম্পানির GT7 সিরিজের Realme GT 7 ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল।
realme GT 7 ফোনের স্পেসিফিকেশন
-MediaTek Dimensity 9400e
-12GB RAM + 512GB Storage
-7,000mAh Battery
-120W Fast Charge
-6.78” 120Hz AMOLED Display
-50MP Triple Rear Camera
-32MP Selfie Camera
প্রসেসর
Realme GT 7 ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9400ই অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই চিপসেট 2GHz থেকে 3.4GHz ক্লক স্পীডে কাজ করে। আমাদের করা টেস্টে ফোনটির আনটুটু বেঞ্চমার্ক 21,25,733 স্কোর পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Arm Immortalis-G720 জিপিইউ রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 7 5G ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 16 ঘন্টা 37 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। চার্জিং স্পীড পরীক্ষার করার সময় দেখা গেছে ফোনের ব্যাটারি 20% থেকে 100% ফুল চার্জ হতে মাত্র 27 মিনিট সময় লাগে।
ডিসপ্লে
এই নতুন রিয়েলমি 5জি ফোনটিতে 2780 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট, 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 6000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Realme GT 7 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল IMX906 প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Telephoto লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।