বিনোদন ডেস্ক : করোনা পরবর্তী সময়ে সবচেয়ে সফলতম বছর কেটেছে হলিউডের। ২০২২ সালটি ছিল হলিউডের স্বরুপে ফেরার বছর। প্রত্যাশিত চলচ্চিত্রগুলো যেমন দর্শক হৃদয় জয় করেছে, তেমনি বহু চলচ্চিত্র প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। কিছু চলচ্চিত্র বক্স অফিসে তান্ডব চালিয়ে হলিউডের সর্বকালের রেকর্ডও ভেঙে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক, ২০২২ সালের সর্বোচ্চ আয়কারী ৫ টি চলচ্চিত্র, যা রীতিমতো তান্ডব চালিয়েছে বক্স অফিসে।
মিনিয়নস : দ্য রাইজ অফ গ্রু : ‘ডেসপিকেবল মি’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমাটি সিরিজের আগের সিনেমাগুলোর আয়ের তুলনায় অনেকটাই পিছিয়ে। তবে ২০২২ সালের আয়ের তালিকায় রয়েছে পঞ্চম স্থানে। ৮০ মিলিয়ন বাজেটের অ্যানিমেশন সিনেমাটি প্রায় ৯৩৯ মিলিয়ন ডলার আয় করেছে! এই ফ্র্যাঞ্চাইজিটি ২০১০ সাল থেকে মোট ৪.৬ বিলিয়নেরও বেশি আয় করেছে, যেখানে তাদের মোট বাজেট ছিল মাত্র ৩৭৯ মিলিয়ন ডলার! ২০২২ সালের আয়ের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সিনেমাটি।
ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস : মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডক্টর স্ট্রেঞ্জ; বরাবরই জনপ্রিয়তায় অন্যতম। ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ নিয়েও দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ সমান। বক্স অফিসে দর্শকদের প্রত্যাশার প্রতিফলনও ঘটেছে এমনই। বছরের সেরা ৫টি আয়কারী হলিউড সিনেমার তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’। স্যাম রাইমির পরিচালনায় ২০০ মিলিয়ন বাজেটের সিনেমাটি ৯৫৫ মিলিয়ন বাজেট আয় করে নেয়।
জুরাসিক ওয়ার্ল্ড: ডোমিনিয়ন : জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ ফিল্ম এবং জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজির শেষ পর্ব জুরাসিক ওয়ার্ল্ড: ডোমিনিয়ন বক্স অফিসে জাদু দেখিয়েছে। কলিন ট্রেভরোর পরিচালনায় মাত্র ১৮৫ মিলিয়ন বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ১ বিলিয়নের বেশি আয় করেছে। ২০২২ সালের আয়ের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিনেমাটি। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক পার্ক’ বক্স অফিসে ১.৩৩ বিলিয়নের বেশি সংগ্রহ করেছিল।
অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার : ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামেরুনের মহাকাব্যিক চলচ্চিত্র ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ মুক্তির পরপরই বক্স অফিসে চালকের আসন দখল করে নেয়। প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে সিনেমাটি। ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত সিনেমাটি ১.৪ বিলিয়ন ডলার আয় করে বছরের শীর্ষ আয়কারী হলিউড চলচ্চিত্রের দ্বিতীয় স্থান অর্জন করে নেয়। সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবেও সপ্তম স্থান দখল করে নিয়েছে এটি। বক্স অফিসের বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দেওয়া ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’-এর আয় এখনো অব্যাহত রয়েছে। আমেরিকায় শীর্ষস্থানে থাকার পাশাপাশি সিনেমাটি ভারত ও চীনেও ভালো ব্যবসা করেছে। নতুন বছরের শুরুতেও দর্শকপ্রিয়তা ধরে রেখেছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’। ২০২২ সালের আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটির তৃতীয় পর্ব আনার ঘোষণা দিয়েছেন পরিচালক জেমস ক্যামেরুন।
টপ গান: ম্যাভেরিক : ২০২২ সালের আয়ের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে টপ ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত টম ক্রুজের সুপারহিট চলচ্চিত্র টপ গানের সিক্যুয়েল এটি। দীর্ঘ ৩৬ বছর পর সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আসেন টম ক্রুজ। ১৭০ মিলিয়ন বাজেটের সাথে ফিল্মটি প্রায় ১.৫ বিলিয়ন ডলার আয় করেছে। সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় ১১ তম স্থানে উঠে এসেছে। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’এর বাজেট ছিল মাত্র ১৫ মিলিয়ন এবং বক্স অফিসে ৩৫৭ মিলিয়ন সংগ্রহ করেছে সিনেমাটি।
সূত্র : আইএমডিবি, বক্স অফিস মোজো, ডেডলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।