আপনি যদি একটি অত্যাধুনিক টেলিভিশন ক্রয় করতে চান তাহলে বর্তমান সময়ের চেয়ে উপযুক্ত হতে পারে না। বড় বড় ব্যান্ড ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সর্বশেষ মডেল রিলিজ করতে যাচ্ছে। এর মধ্যে সনি, এলজি ও স্যামসাং অন্যতম। আজ সনি নতুন এ৯৫ ওএলইডি ও এলজি এর জি১ মডেলের তুলনামূলক ফিচার তুলে ধরা হবে।
আলো ও রঙের সচ্ছতার ক্ষেত্রে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে সনি। তারা এ৯৫কে মডেলে ৫৫ এবং 65-ইঞ্চি ২ ধরনের ভার্সন রেখেছে। আগামী মাসের মধ্যে কোনো এক সময়ে বাজারে ছাড়ার জন্য সনি প্রস্তুত। তবে এলজি এর জি১ মডেলে ৩১৬০পি রেজুলেশনের ছবি উপভোগ করতে সক্ষম হবেন আপনি। এর সবথেকে চমকপ্রদ ফিচার হচ্ছে ওএলইডি প্যানেলের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছবি প্রকাশ করে বলে দাবি করেছে এলজি।
এলজি এর ৩১৬০পি রেজুলেশনের সুবিধাসহ এই মডেলে সম্পূর্ণ এইচডিএমআই ২.১ পোর্ট এর ব্যবস্থা আছে। সুন্দর ছবি আছে বলেই এটি গেমিং এর জন্য আদর্শ। যেমন পরিবর্তনশীল রিভাইভ রেট (VRR), স্বয়ংক্রিয় লো-লেটেন্সি মোড (ALLM) এর পাশাপাশি এনভিডিয়া জি-সিংক ও এএমডি ফ্রি সিংক এর ফিচার আছে বলেই গেমারদের তালিকার শীর্ষেই থাকবে এটি। ওয়াল মাউন্ট করার ব্যবস্থাও রাখা হয়েছে এখানে।
জি১ এর চওড়া মূল্যের কারণে এটি সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরেই থাকবে। তবে বিভিন্ন সময়ে সেল ও অফারে এর দাম নাগালের মধ্যে আসতে পারে। সনি এ৯৫ এর দাম সে তুলনায় বেশ সস্তা বিধায় সাধারণ মানুষের এটির প্রতি আকর্ষণ থাকতে পারে। তবে অতিরিক্ত ফিচারের কথা চিন্তা করলে এলজি এর জি১ শীর্ষেই থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।