Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ২০২২ সালে বলিউডে ৮টি ছবি হিট হলেও ফ্লপ ৩৯টি
    বিনোদন

    ২০২২ সালে বলিউডে ৮টি ছবি হিট হলেও ফ্লপ ৩৯টি

    January 1, 20236 Mins Read

    বিনোদন ডেস্ক : বলিউডের পরিচালক রোহিশ শেঠির সিনেমা মানেই সুপারহিট, এই নির্মাতার সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘সার্কাস’ নিয়েও তাই ভাবা হয়েছিল। কিন্তু ঘটেছে উল্টো। বছর শেষে দেখা গেল, শুধু সার্কাস নয়, বক্স অফিসের হিসেবে চলতি বছরে ৩৯টির মতো সিনেমা ফ্লপ হয়েছে, যা হিন্দি সিনেমা ইন্ড্রাস্ট্রিতে নজির তৈরি করেছে।

    বলিউডে ৮টি ছবি হিট

    টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, বিদায়ী বছরে ৩৯টি ফ্লপ সিনেমার বিপরীতে ব্লকবাস্টার হিট হয়েছে ৫টি সিনেমা, সুপারহিট সিনেমা একটি এবং হিট দুটি।

    মহামারীর আগ্রাসন আর বক্স অফিসে দক্ষিণী সিনেমার তুমুল আলোড়নের বিপরীতে বেকায়দায় এখন বলিউড। বড় বাজেট, বড় তারকা, জনপ্রিয় দক্ষিণী সিনেমার রিমেক-কোন কিছুতেই জমছে না হিন্দি সিনেমার বাজার।

    বছরের শেষে বক্স অফিস আলোচনায় এক সময় এগিয়ে থাকতেন মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমারের মতো তারকারা। সেখানে জনপ্রিয়তায় বলিউডকে চ্যালেঞ্জ করছে কন্নড়, তেলেগু, তামিল ও মালয়ালম ইন্ড্রাস্ট্রির সিনেমাগুলে।

    এসবের মধ্যেই নানা ইস্যুতে কট্টর হিন্দু সংগঠনগুলোর একের পর এক ‘বয়কট’ আওয়াজে চলতি বছরে বিপাকে পড়তে দেখা গেছে, নির্মাতা আর শিল্পীদের। একের পর এক ফ্লপ করেছে রণবীর, সঞ্জয় দত্তের ‘শামসেরা’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’, সাইফ আলী খান-হৃত্বিক রোশনের ‘বিক্রম-বেদা’ এবং অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’র মতো বিশাল বাজেটের একেকটি সিনেমা। মুক্তির আগেই ঝুঁকিতে আছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা।

    টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তুলে ধরা তালিকায় ব্লকবাস্টার হিট সিনেমাগুলো হল-দৃশ্যম টু, দ্য কাশ্মির ফাইলস, ভুল ভুলাইয়া ২, কান্তারা (হিন্দি) এবং কেজিএফ টু (হিন্দি)।

    ধুকছে বলিউড; জাদু শেষ, ধসের ইঙ্গিত?

    ব্লকবাস্টার

    দৃশ্যম ২: ২০১৫ সালে মুক্তির পর নিশিকান্ত কামাত পরিচালিত ‘দৃশ্যম’ সুপারহিট হয়। দক্ষিণ ভারত ছাড়াও নানা প্রান্তের দর্শকদের কাছে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর সাত বছর পর নভেম্বরে মুক্তি পায় সিনেমাটির সিক্যুয়েল ‘দৃশ্যম ২’। কেন সিনেমাটি ব্লকবাস্টার হল সে বিষয়ে ধারণা করা হয়েছে, সিনেমার প্রথম কিস্তিটি মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিল এবং সিনেমার কিছু স্মৃতি মানুষের মনের মধ্যে তাজা। তাই মানুষ আগ্রহ নিয়ে হলে ছুটেছেন সিনেমাটি দেখতে।

    এছাড়া ‘দৃশ্যম ২’ অনেক বেশি বাস্তব ঘেঁষা কাহিনী, যা দর্শকদের আকৃষ্ট করেছে। হিন্দি রিমেকটিতে সিনেমার পাত্রপাত্রীদের জমকালোভাবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শক লুফে নিয়েছে। অভিনয়শিল্পী হিসেবে অজয় দেবগণের মতো এবারও রয়েছেন টাবু, রজত কাপুর, শ্রেয়া সরণ। তবে নতুন যোগ হয়েছেন অক্ষয় খান্না।

    দ্য কাশ্মির ফাইলস: নব্বইয়ের দশকে হিন্দুদের গণহারে কাশ্মির ছাড়ার ঘটনা নিয়ে পর্দায় হাজির হয়েছে ‘দ্য কাশ্মির ফাইলস’; মুক্তির পর থেকেই সিনেপাড়া থেকে সোশাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছে এ সিনেমা। তবে সমালোচনার মুখেও পড়তে হয় সিনেমাটিকে।

    চলতি বছরের ১১ মার্চ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য কাশ্মির ফাইলস’। ১৯৯০ সালের ওই সময়ের ঘটনাপ্রবাহকে একটি কাল্পনিক গল্পের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন নির্মাতা।

    কাহিনীর কেন্দ্রীয় চরিত্রে আছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, যিনি হঠাৎ জানতে পারেন, তার বাবা-মায়ের দুর্ঘটনায় মারা যাওয়ার যে কথা তার দাদা বলে এসেছেন এতদিন, তা প্রকৃত সত্য নয়। বরং তার কাশ্মিরের বাসিন্দা হিন্দু বাবা-মাকে খুন করেছে মুসলমান জঙ্গিরা।

    সিনেমাটি নিয়ে কেউ কেউ বলছে, কাশ্মীরের যে রক্তাক্ত ইতিহাসকে এড়িয়ে যাওয়া হয়েছে এতদিন, সেই ঘটনাবলীর উপর আলো ফেলেছে এ সিনেমা। আর অন্যপক্ষ বলছে, এই সিনেমা বস্তুনিষ্ঠতার ধার ধারেনি, বরং ইসলামভীতি উস্কে দিচ্ছে।

    এসব আলোচনা-সমালোচনার মধ্যেই সিনেমাটি ব্লকবাস্টারের তালিকার দ্বিতীয় স্থানে আছে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মির ফাইলসে অভিনয় করেছেন অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী, মৃণাল কুলকার্নিসহ আরও অনেকে।

    ভুল ভুলাইয়া ২: বাঘা বাঘা নায়করা যখন সিনেমা দিয়ে হল ‘হাউস ফুল’ করাতে ব্যর্থ হয়েছেন, তখন অভিনেতা কার্তিক আরিয়ানের হাত ধরে মানুষ হলে ফেরেন ভুল ভুলাইয়া ২ সিনেমা দেখতে। এটি মুক্তি পায় ৯ মে, নয় দিনেই ১০০ কোটি রুপি ব্যবসা করে নেয় সিনেমাটি।

    আনিস কাজমি পরিচালিক সিনেমটিতে কার্তিক ছাড়াও আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, টাবু, রাজপাল যাদব, অঙ্গদ বেদি, পরেশ রাওয়াল।

    কান্তারা (হিন্দি): দক্ষিণি সিনেমার জয়জয়কার নতুন নয়। সেই ধারাবাহিকতায় কন্নড় ভাষার সিনেমা ‘কান্তারা’ মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর, যা নির্মাণে খরচ হয় মাত্র ১৬ কোটি রুপি। এর হিন্দি সংস্করণও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

    পৌরাণিক গল্পের অ্যাকশন থ্রিলারটি বক্স অফিসে ঝড় তুলেছে, প্রশংসা পেয়েছে সমালোচকদেরও। ব্লকবাস্টার হিসেবে কান্তারা আছে পাঁচের মধ্যে চতুর্থ নম্বরে।

    কেজিএফ টু (হিন্দি): কন্নড় সিনেমা ‘কেজিএফ ২’ হল ‘কেজিএফ’র সিক্যুয়েল। একটি সোনার খনির দখল নিয়ে লড়তে থাকা একজন গ্যাংস্টারকে ঘিরে আবর্তিত হয়েছে এর কাহিনী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ; বলিউড তারকা সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডনও রয়েছেন এ সিনেমায়।

    আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, শ্রীনিধি শেঠির মতো তারকারা। ‘কেজিএফ ২’ মুক্তি পায় গত ১৪ এপ্রিল। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১ হাজার ২৩৫ কোটি রুপি।

    সুপারহিট

    আরআরআর (হিন্দি): এবছরে ভারতের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা আরআরআর, বিশ্বব্যাপী যার আয় ১ হাজার ৫০০ কোটি টাকা। দুই স্বাধীনতা সংগ্রামী বন্ধুর গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনী। ‘বাহুবলী’র নির্মাতা এসএস রাজামৌলি পরিচালিত এই সিনেমায় দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন রামচরণ ও এনটিআর জুনিয়র।

    গ্লোডেন গ্লোবে বেস্ট মোশন পিকচার (ফরেন ল্যাঙ্গুয়েজ) ও বেস্ট অরিজিনাল সং-এই দুই ক্যাটাগরিতে মনোনয়ন পায় সিনেমাটি। এছাড়া দিনকয়েক আগে ২৮তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডসেরও মনোনয়ন পায় সিনেমাটি। আরআরআর –এর হিন্দি সংস্করণটিকে সুপারহিট সিনেমা বলছে বক্স অফিস। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১ হাজার ১৬৯ কোটি রুপি।

    হিট

    ব্রক্ষ্মাস্ত্র: বলিউডে হতাশার বছরে আলো ফেরানো সিনেমা ব্রক্ষ্মাস্ত্র। হিট তালিকায় প্রথমে থাকা এই সিনেমা নির্মাণের ঘোষণা আসে ২০১৪ সালে। এরপর বহু জল গড়িয়েছে। সিনেমার শুটিংয়ে প্রেম হয়েছে নায়ক-নায়িকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের। তারা বিয়েও করেন এর মধ্যে, কিন্তু সিনেমা মুক্তি পায়নি। অবশেষে গত ২ সেপ্টেম্বর অয়ন মুখার্জির ‘ব্রক্ষ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ হলে মুক্তি পায়। ৪০০ কোটির বেশি বাজেটের এই সিনেমাকে বলিউডের ইতিহাসে সবেচেয়ে বেশি বাজেটের হিন্দি সিনেমা ধরা হয়েছে।

    আলিয়া, রণবীর ও শাহরুখ ছাড়াও সিনেমায় আছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় ও আক্কিনোনি নাগার্জুনা।

    বলিউডে এই প্রথম ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে ভিন্ন স্বাদের সিনেমা তৈরি করা হয়েছে। সিনেমায় ‘প্রেমের’ শক্তিকেই ব্রক্ষ্মাস্ত্র হিসেবে তুলে ধরা হয়েছে।

    গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি: সঞ্জয় লীলা বানসালি পরিচালিক সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ সিনেমাটি মুক্তি পায় চলতি বছরে ফেব্রুয়ারির ২৫ তারিখ। সিনেমাটি মুম্বাইয়ের কামাথিপুরার মাফিয়া ডন গাঙ্গুবাইর জীবনীর উপর ভিত্তি করে তৈরি। সিনেমাটির গল্প হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ থেকে নেওয়া হয়েছে।

    এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, এছাড়া রয়েছেন অজয় দেবগন, বিজয় রাজ। ইন্দিরা তিওয়ারি, সীমা পাহওয়া, জিম সারভসহ আরও অনেকে। সমালোচকদের মতে এই চরিত্রে নিজেকে সম্পূর্ণ নিংড়ে দিয়েছেন আলিয়া। সিনেমাটি বক্স অফিসেও বেশ ভালো ব্যবসা করেছে।

    ‘অ্যাভারেজ’
    এছাড়া, বাধাই দো, মেজর, জুগ জুগ জিও, খোদা হাফেজ: চ্যাপ্টার টু, চুপ: রিভেঞ্জ অব আর্টস্ট, ডক্টর জি, উঁচাই, ভেড়িয়াসহ আরও কয়েকটি সিনেমাকে ‘অ্যাভারেজ’ তালিকায় রেখেছে বক্স অফিস।

    কলকাতার বিখ্যাত পরিচালকের বায়োপিকে চঞ্চল চৌধুরী

    ‘ফ্লপ’
    ধসে যাওয়া সিনেমার তালিকা দীর্ঘ। তাতে রাধেশ্যাম, বচ্চন পান্ডে, জার্সি, অ্যাটাক: পার্ট ওয়ান, রানওয়ে ৩৪, সম্রাট পৃথ্বীরাজ, শমশেরা, লাল সিং চাড্ডা, বিক্রম-বেদা, রক্ষা বন্ধন, রামসেতু, মিলি, ফোনভূত, সালাম ভেঙ্কি, সার্কাস, ভেদ, অ্যান অ্যাকশন হিরো, ডাবল এক্সএল, থ্যাংক গড, দোবরাসহ মোট ৩৯টি হিন্দি সিনেমার।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ২০২২ ৩৯টি ৮টি ছবি ফ্লপ বলিউডে বলিউডে ৮টি ছবি হিট বিনোদন সালে হলেও হিট
    Related Posts
    Maa-Devrani-Beti-Jethani-I-Charmsukh

    উল্লুতে নতুন ওয়েব সিরিজ, রোমান্সে ভরপুর ও ও প্রেমের গল্প!

    May 11, 2025
    ওয়েব সিরিজ

    রিলিজ হল ঘাম ঝরানোর নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

    May 11, 2025
    Web Series

    সীমাহীন জনপ্রিয়তা অর্জন করলো এই ওয়েব সিরিজ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস!

    May 11, 2025
    সর্বশেষ সংবাদ
    Alibaba E-Commerce Innovations
    Alibaba E-Commerce Innovations: Leading the Global Digital Marketplace Revolution
    UPS Logistic Innovations
    UPS Logistic Innovations: Leading the Global Supply Chain Revolution
    ভারত-পাকিস্তান সাইবার যুদ্ধ
    ভারত-পাকিস্তান সাইবার যুদ্ধ: ডিডিওএস আক্রমণ, ডেটা চুরি ও ডিজিটাল পতাকা ওড়ানোর হুমকি
    Tencent Digital Ecosystem
    Tencent Digital Ecosystem: Pioneering Global Technology and Innovation
    রহস্যময় ছবি
    ভালোভাবে জুম করে দেখুন রহস্যময় ছবিটিতে কী দেখছেন
    সালাহউদ্দিন আহমেদ
    আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
    A Lig
    সাইবার স্পেসেও আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ
    Maa-Devrani-Beti-Jethani-I-Charmsukh
    উল্লুতে নতুন ওয়েব সিরিজ, রোমান্সে ভরপুর ও ও প্রেমের গল্প!
    FedEx Delivery Innovations
    FedEx Delivery Innovations: Leading the Global Logistics Evolution
    অপটিক্যাল ইলিউশনের ছবি
    ছবিটি জুম করে দেখুন, এটি বলে দেবে আপনি কতটা অলস
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.