Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ২০২৩ সালের আলোচিত যত গ্যাজেট
    বিজ্ঞান ও প্রযুক্তি

    ২০২৩ সালের আলোচিত যত গ্যাজেট

    Shamim RezaDecember 25, 20237 Mins Read

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যত দিন যাচ্ছে, তত আমাদের দৈনন্দিন জীবনে বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। বর্তমান সময়ে আট থেকে আশি—সবাই কমবেশি স্মার্টফোনসহ নানা ধরনের গ্যাজেট ব্যবহার করছে। প্রতি বছরের মতো এ বছরও বাজারে আসে আলোচিত কিছু গ্যাজেট। চলুন জানা যাক কী কী নতুন গ্যাজেট এবার বাজারে আসে এবং এগুলো নিয়ে সবার আগ্রহ কেমন ছিল।

    Advertisement

    আলোচিত গ্যাজেট

    আইফোন ১৫

    এ বছর সবচেয়ে আলোচনায় এবং অধিকাংশের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল আইফোন ১৫। গত ১২ সেপ্টেম্বরে বহুল প্রতিক্ষীত আইফোন ১৫ সিরিজ উন্মোচন করে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর মধ্যে বেশি আলোচনা হয়েছে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স নিয়ে। এতে আগের মডেলগুলোর তুলনায় অনেক নতুনত্ব এনেছে অ্যাপল।

    অ্যাপল কর্তৃপক্ষ জানায়, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সে রয়েছে অ্যাপলের এ১৭ বায়োনিক চিপসেট। এ ছাড়া এই দুই মডেলের ফ্রেমে স্টেইনলেস স্টিলের বদলে দেওয়া হয়েছে টাইটানিয়াম চেসিস।

    এই ফোন দুটিতে আইফোনের সিগনেচার আইকনিক সাইলেন্ট সুইচের বদলে যুক্ত করা হয়েছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনের সহায়তায় ক্যামেরা চালু করা, ফ্ল্যাশলাইট জ্বালানো, ভয়েস রেকর্ডিং, নোট লেখা, ফোকাস মোডে যাওয়া এবং পছন্দমতো শর্টকাট সাজিয়ে নেওয়ার কাজ করা যায়। এ ছাড়া ফোন দুটির মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে রয়েছে একটি পেরিস্কোপ ক্যামেরাও। আইফোন ১৫ সিরিজে ইউএসবি-সি টাইপের চার্জার ব্যবহার করা হয়েছে, যা নিয়ে আগে থেকেই বেশ আলোচনা ছিল। অ্যাপলের অফিশিয়াল ওয়ারেন্টি সম্বলিত এই ফোনগুলোর দাম ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু করে ২ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।

    গ্যালাক্সি এস২৩ আল্ট্রা

    গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্যামসাংয়ের অত্যাধুনিক স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম। এটি এ বছর দারুণ সাড়া ফেলে। প্রথম দেখায় যে কারও নজর কাড়বে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা। মেটাল এবং গ্লাসের সমন্বয়ে তৈরি বেশ স্লিম এই ফোনে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটসম্পন্ন ৬ দশমিক ৮ ইঞ্চির চমৎকার ডায়নামিক এমোলেড ডিসপ্লে। গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনের ডানে পাওয়ার বাটন ও ভলিউম রকারের বিপরীতে বাম দিকটা খালি রাখা হয়েছে। ফোনের ওপরের দিকে থাকছে মাইক্রোফোন হোল আর নিচে টাইপ-সি ইউএসবি পোর্ট, স্পিকার গ্রিল, মাইক্রোফোন হোল ও সিম ট্রে। এ ছাড়া এই স্মার্টফোনের সামনে ও পেছনে থাকছে আপডেটেড গরিলা গ্লাস ভিক্টাস টু, যা কংক্রিটের ওপর পড়লেও ভালো ড্রপ রেজিস্টেন্স দেবে।

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ (৪এনএম) গ্যালাক্সি এস২৩ আল্ট্রাকে দিচ্ছে অসাধারণ দ্রুতগতির সক্ষমতা। এতে আরও যুক্ত করা হয়েছে স্মার্টফোনের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে উন্নত ২ দশমিক ৭ গুণ বেশি বড় ভেপার কুলিং চেম্বার।

    গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় স্যামসাং আরও এনেছে দুর্দান্ত ক্যামেরা সিস্টেম। মূল ক্যামেরা সেট–আপের সাথে একটি কোয়াড-ক্যামেরা সেট–আপ রয়েছে, যাতে ২০০ মেগাপিক্সেল ওয়াইড-আঙ্গেল, ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড, এবং ১০এক্স ও ৩এক্স অপটিক্যাল জুমসমৃদ্ধ দুটি ১০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেই সাথে আরও আছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এইট–কে ভিডিও রেকর্ডিং, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও মাল্টিপল শুটিং মোডের সুবিধার ফলে এই স্মার্টফোনে ধারণ করা যায় চমৎকার সব ছবি ও ভিডিও। গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেলের ফোনটির দাম ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ টাকা।

    অ্যাপল ওয়াচ আলট্রা ২

    পরবর্তী প্রজন্মের অ্যাপল ওয়াচ; অর্থাৎ, অ্যাপল ওয়াচ আলট্রা ২। আরও ভালো পারফরম্যান্স ও গ্রাফিক্সের জন্য এই স্মার্টওয়াচে দেওয়া হয়েছে কাস্টম এস৯ চিপ। এই ঘড়িতেও আপনি ডাবল ট্যাপ করে ইনডেক্স ফিঙ্গার কাজে লাগাতে পারবেন। আবার থাম্বের ছোঁয়ায় অ্যালার্ম, অ্যান্সার বা ডিসকানেক্ট কলস, প্লে ও পজ মিউজ়িক ইত্যাদি কাজগুলো করতে পারবেন।

    নতুন অ্যাপল ওয়াচ আলট্রা ২-এর ডিসপ্লে ৩০০০ নিটস ব্রাইটনেস দিতে পারে। মডিউলার আলট্রা ওয়াচ ফেস সাপোর্ট করবে ঘড়িটি। কাস্টমাইজেবল অ্যাকশন বাটন রয়েছে এতে। ওয়াচ ওএস১০ থাকার ফলে ব্লুটুথ অ্যাক্সেসরিজের সাপোর্ট পাওয়া যাবে। এক চার্জে স্মার্টওয়াচটি ৩৬ ঘণ্টা পর্যন্ত চলবে। একটি রিসাইকেলড অ্যালুমিনিয়াম কেস দেওয়া হচ্ছে স্মার্টওয়াচটির সঙ্গে। অ্যাপল ওয়াচ আলট্রা ২–এর দাম ৭৯৯ ডলার। গত ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপল স্টোরসহ ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাচ্ছে স্মার্টওয়াচটি।

    বিটস স্টুডিও বাডস

    ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং ৩৬ ঘন্টা পর্যন্ত চার্জ সুবিধার বিটস স্টুডিও বাডস ওয়্যারলেস ইয়ারফোন অবশ্যই এ বছরের একটি দুর্দান্ত গ্যাজেট। অ্যাপলের স্টুডিও বাড ইয়ারফোনে আপনি কেবল গান শুনতে পারবেন, এমন নয়, বরং কলও রিসিভ করতে পারবেন। অ্যাপল ডিভাইস এবং অ্যান্ড্রয়েডের সাথে ওয়ান-টাচ পেয়ারিংয়ের মাধ্যমে আপনি সহজেই ফাইন্ড মাই অ্যাকাউন্ট সেট–আপ করতে পারবেন। যাতে এই ইয়ারবাড হারিয়ে গেলেও তা খুঁজে পেতে সহায়তা করতে পারে। ফাইন্ড মাই অ্যাপ্লিকেশনে ফাইন্ড মাই নেটওয়ার্ক অপশনটি থেকেও অ্যাপল ডিভাইসের ব্লুটুথ সিগন্যাল খুঁজে পাওয়া যায়। অনন্য এই নেটওয়ার্ক ট্র্যাকিং ফিচারটি কাজ করে ইয়ারবাড অফলাইনে থাকলেও। বিটস স্টুডিও বাডগুলো তিনটি রঙে পাওয়া যায়। এর দাম পড়বে ১৬৯ মার্কিন ডলার।

    ক্যানন পাওয়ারশট ভি ১০

    যাদের ইউটিউব চ্যানেল আছে কিংবা ভিডিও ধারণে আগ্রহীদের জন্য ক্যানন পাওয়ারশট ভি ১০ দারুণ ক্যামেরা হতে পারে। পকেটে রাখার মতো হালকা এবং আকারে ছোট, মাত্র ২১১ গ্রাম ওজনের। এটি ফোর–কে ইউএইচডি সিএমওএস (৫৫ মিনিটের শুটিং টাইম) ওয়াইড-এঙ্গেল ১৯ মিলিমিটার ফরম্যাটে ভিডিও ধারণে সক্ষম। এতে ইলেকট্রনিক উইন্ড শিল্ডিংসহ বিল্ট-ইন স্টেরিও মাইক্রোফোন রয়েছে। রয়েছে একটি রিট্র্যাক্টেবল স্ক্রিন এবং স্ট্যান্ডসহ আরও অনেক কিছু। এর দাম বর্তমানে ৩৯৯ ডলার।

    গুগল পিক্সেল ৭

    পিক্সেল ৬-এর হাত ধরে গুগলের ফোনগুলোতে আনা হয়েছিল সম্পূর্ণ নতুন ধরন। পিক্সেল ৬ ও পিক্সেল ৭ এর ডিজাইনে খুব বেশি পার্থক্য নেই। ফোনের পেছনে রয়েছে অ্যালুমিনিয়াম ক্যামেরা মডিউল। যা এই ফোনকে অন্য যেকোনো ফোনের থেকে সহজেই আলাদা করবে। গুগল পিক্সেল ৭ ফোনে রয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের ওপরে রয়েছে গরিলা গ্লাম ভিক্টাসের সুরক্ষা। রয়েছে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটও। সর্বোচ্চ ১ হাজার ৪০০ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেতে। ফলে দিনের আলোতে ব্যবহারে সমস্যা হবে না।

    গুগল পিক্সেল ৭–এ ব্যবহার হয়েছে টেন্সর জি টু চিপসেট। এতে বিভিন্ন অ্যাপ ব্যবহার এবং স্ক্রলিংয়ের কোনো সমস্যা হবে না। ছবি ও ভিডিও এডিটের জন্যও সুনাম রয়েছে এর। এতে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। যদিও স্টোরেজ বাড়ানোর কোনো সুবিধা নেই। ফোনটিতে ৪ হাজার ৩৫৫ এমএইচ ব্যাটারি দিয়েছে গুগল। এক চার্জে সারাদিন ব্যবহারে সমস্যা হবে না। ফোনের সঙ্গে মিলবে ইউএসবি টাইপ সি ক্যাবল।

    পিক্সেল ফোনের কথা শুনলে প্রথমেই ক্যামেরার কথা মনে পড়ে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার হয়েছে এই ফোনে। ছবির কালার টোন ও ডাইনামিক রেঞ্জ বিশেষভাবে নজর কাড়বে। দিনের আলোর পাশাপাশি এই ক্যামেরায় কম আলোতে ভালো ছবি তোলা যায়। ক্যামেরায় রয়েছে সিনেমাটিক ব্লার ফিচার। নতুন এই ফিচারে ভিডিও রেকর্ডিংয়ের সময়ও ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে।

    সোনোস ইরা ৩০০

    বর্তমান সময়ে ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার বেশ জনপ্রিয়। কয়েক বছর ধরে নানা মানের ব্লুটুথ স্পিকার বাজারে আসে। তবে ওয়্যারলেস স্পিকারে পুরো একটা সাউন্ড সিস্টেম নতুন বিষয়। সোনোস ইরা ৩০০ স্পিকারে এই সুবিধা আছে। তাই তো এ বছর বাজারে আসার পর বেশ সাড়া ফেলে সোনোস ইরা। এতে ডলবি অ্যাটমসের সঙ্গে রয়েছে ছয়টি ক্লাস-ডি ডিজিটাল অ্যামপ্লিফায়ার এবং চারটি টুইটার ও দুটি উফারসহ একটি ফুল প্যাকেজ।

    সিডি প্লেয়ার এবং টিভির মতো ডিভাইসগুলোকে সংযুক্ত করতে সোনোস লাইন-ইন অ্যাডাপ্টারের সাথে ব্লুটুথ, ওয়াই-ফাই এবং সহায়ক ইনপুটগুলোর মাধ্যমে কাজ করে ইরা ৩০০ স্পিকার। যারা অনলাইন স্ট্রিমিং মিউজিক ও সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি দুর্দান্ত। এর বর্তমান দাম ৪৪৯ ইউরো।

    ডিজেআই ম্যাভিক থ্রি প্রো

    যারা ড্রোনের সহায়তায় ছবি ও ভিডিও ধারণ করেন, তাদের অন্যতম পছন্দ ডিজেআই। এ বছর ডিজেআই প্রথমবারের মতো তিন ক্যামেরাযুক্ত ড্রোন বাজারে এনে সাড়া ফেলে। ডিজেআই ম্যাভিক থ্রি প্রো মডেলের এই ড্রোন দিয়ে একই সময়ে তিনটি ক্যামেরার সমন্বয়ে ভিডিও ধারণ করা যাবে। ফলে সহজে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার কনটেন্ট নির্মাণের পাশাপাশি শুটিংয়ের কাজ করা যাবে। ৪৮, ২০ ও ১২ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ড্রোনটি ফোরকে প্রযুক্তির ভিডিও ধারণের পাশাপাশি উন্নত মানের ছবি তুলতে পারে। একবার চার্জ দিলে টানা ৪৩ মিনিট উড়তে সক্ষম ড্রোনটি। এ ছাড়া আটটি ভিশন সেন্সর যুক্ত থাকায় দুর্ঘটনার শঙ্কা কম। এর দাম পড়বে ২ হাজার ১৯৯ ডলার।

    অ্যাপল এয়ারপড প্রো জেন ২

    কয়েক বছর ধরে নতুন নতুন সুবিধার এয়ারপড আনছে অ্যাপল। সেই ধারাবাহিকতায় এ বছর বাজারে আসে দ্বিতীয় প্রজন্মের অ্যাপলের এয়ারপড প্রো। এই ইয়ারফোনে একবার চার্জ দিলে ৬ ঘন্টা শুনতে পাবেন গান, কথা বলতে পারবেন ৪ ঘন্টা। একবার কিনলে ২ থেকে ৩ বছরের বেশি টিকে যেতে পারে। চার্জিং কেসের মাধ্যমে ফাস্ট চার্জিং হয়। অ্যাপলের ম্যাকবুক, আইপড, ওয়াচ, আইফোনসহ সবকিছুর সাথে অনায়াসে এটি ব্যবহার করতে পারবেন। নয়েজ ক্যান্সেলেশন এবং এইচ ২ হেডফোন চিপ রয়েছে এতে। ফলে স্পষ্ট বেজ ও হাই নোটের সমন্বয়ে গান শুনতে দুর্দান্ত এয়ারপড প্রো জেন ২। এর দাম ২৪৯ ডলার।

    তীব্র যন্ত্রণাদায়ক বিষফোড়া থেকে মুক্তির ঘরোয়া উপায় জানুন

    অডেজ ম্যাক্সওয়েল হেডসেট

    অডেজ ম্যাক্সওয়েল এ বছরের সেরা ওয়্যারলেস গেমিং হেডসেট। যারা অনলাইনে বন্ধুদের সঙ্গে গেমিংয়ে প্রচুর সময় ব্যয় করে তাদের জন্য এটি কার্যকরী। এর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত, তবে অতিমাত্রায় নয়। স্পষ্ট শোনা এবং ব্যাকগ্রাউন্ডের শব্দ কমানোর জন্য এটি বেশ ভালো কাজ করে। এর ডিজাইন বেশির ভাগ গেমিং হেডসেটের মতোই। অডেজের হেডেসটটির ব্যাটারি লাইফ প্রায় ৮০ ঘণ্টা। এ ছাড়া প্লেস্টেশন এবং এক্সবক্স—উভয়ের জন্যই অডেজ ম্যাক্সওয়েলের হেডসেট রয়েছে। ই–কমার্স সাইটে এর বর্তমান দাম ২৯৯ ডলার।

    তথ্যসূত্র: ফোর্বস, বিবিসি সায়েন্স ফোকাস, এনগ্যাজেট, অ্যাপল

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘২০২৩ আলোচিত আলোচিত গ্যাজেট গ্যাজেট প্রযুক্তি বিজ্ঞান যত সালের
    Related Posts
    Vivo X100 Pro

    Vivo X100 Pro: বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    July 1, 2025
    Oppo Find X7 Ultra

    Oppo Find X7 Ultra: বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    July 1, 2025
    অনলাইনে কোর্স বিক্রির উপায়

    অনলাইনে কোর্স বিক্রির উপায়: সফলতার নিশ্চয়তা

    July 1, 2025
    সর্বশেষ খবর
    শফিকুল আলম

    ‘কখনোই শান্তি পাবেন না, যতক্ষণ না আপনি ‘দুঃখিত’ বলেন’

    আবহাওয়া বৃষ্টি

    সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

    জুলাইকে গণজাগরণ

    জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার

    খালেদা জিয়া

    বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

    Vivo X100 Pro

    Vivo X100 Pro: বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    বাঁধন

    জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে, যা বললেন বাঁধন

    Oppo Find X7 Ultra

    Oppo Find X7 Ultra: বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    নাহিদ ইসলাম

    জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব: নাহিদ ইসলাম

    সঞ্চয়পত্রে মুনাফার হার

    সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো, আজ থেকে কার্যকর

    ‘বিয়ের আগেই

    ‘বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলাম’

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.