বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রয়্যাল এনফিল্ডের সবথেকে প্রিয় বাইক কোনটা? গ্রাহকদের মন জয় করতে চলে এল নতুন বুলেট। রয়্যাল এনফিল্ড মানেই এক আলাদাই অনুভূতি। যা ভাষায় প্রকাশ করা যায় না। এই কোম্পানির বাইক চড়তে ভালোবাসেনা এমন মানুষ নেই। তাদের জন্যই এবার নতুন বুলেট ৩৫০ নিয়ে এল রয়্যাল এনফিল্ড।
এই মুহূর্তে ভারতে মাঝারি ওজনের বাইকের মধ্যে সবথেকে জনপ্রিয় হান্টার এবং ক্লাসিক। যাদের প্রতি মাসে কয়েক হাজার ইউনিট বিক্রি হয়। তবে সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে চলেছে বুলেট, অন্তত এমনটাই আশা কোম্পানি কর্তৃপক্ষের।
নতুন বুলেট ৩৫০-এ হান্টার-ক্লাসিকের মতোই ইঞ্জিন দিয়েছে চেন্নাইয়ের দু চাকা কোম্পানিটি। তবে তার সঙ্গে থাকছে একগুচ্ছ ফিচার্স। ডিজাইনের ক্ষেত্রে বদল থাকলেও বাইকটি এখনও পুরনো বুলেটের মতোই রাখা হয়েছে।
বাইকের যে ফ্রন্ট ফেসিয়া থাকে অর্থাৎ সামনের কাঠামোটি তাতে কোনও পরিবর্তন করা হয়নি। ৫৪ বছরেরও বেশি সময় ধরে এই ধারা বজায় রেখেছে এনফিল্ড। সিঙ্গেল পিস সিট এবং নতুন হেডল্যাম্প যোগ করা হয়েছে।
এই বাইক তিনটি ভেরিয়েন্টের লঞ্চ করা হয়েছে। দাম শুরু ১.৭৩ লাখ থেকে। শেষ হয়েছে ২.১৫ লাখ টাকায় গিয়ে। আগের মডেলের থেকে বেশ খানিকটা দাম বৃদ্ধি করা হয়েছে।
সমস্ত মূল্য এক্স-শোরুম। বাইকের অন-রোড প্রাইস এখনও জানা যায়নি। তবে বুকিং আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। বাইকের ডেলিভারি চালু হবে ৩ সেপ্টেম্বর থেকে। ৫ টি কালারে কেনা যাবে নতুন বুলেট।
রয়্যাল এনফিল্ড হান্টারের রেট্রো ফ্যাক্টরি ভেরিয়েন্টের দাম ১.৫০ লাখ টাকা। মেট্রো ড্যাপার ভেরিয়েন্টের দাম ১.৭০ লাখ টাকা এবং মেট্রো রেবেলের দাম ১.৭৪ লাখ টাকা। অর্থাৎ বুলেটের থেকে প্রায় অনেকটাই সস্তা এই মোটরসাইকেল।
নতুন বুলেট ৩৫০ আদৌ ক্লাসিকের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারবে কিনা তা সময়ই বলবে। তবে দামের ক্ষেত্রে দুই বাইকের মধ্যে খুব বেশি ফারাক নেই। রয়্যাল এনফিল্ড ক্লাসিকের বেস ভেরিয়েন্টের দাম শুরু ১.৯৩ লাখ থেকে। শেষ হয়েছে ২.১৩ লাখ টাকায়। উভয় মূল্য এক্স-শোরুম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।