বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২৩ শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। আসছে নতুন বছর। তবে পুরোনো বছরে আমাদের জীবনে যুক্ত হয়েছে নানান ঘটনা। ইন্টারনেটের দৌলতে আঙুলের চাপেই চোখের সামনে খুলে যাচ্ছে হাজার হাজার তথ্য।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। যে কোনো কিছু জানতেই সেখানে সার্চ করছেন। জেনে নিন ২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি কাদের খোঁজ করেছেন বিশ্বের মানুষ।
বছর জুড়ে নানান বিষয়ের পাশাপাশি বিখ্যাত মানুষ বা বিখ্যাত হয়ে ওঠা মানুষগুলোকে সার্চ করেন সবাই। যেমন ২০২৩ সালে সবচেয়ে বেশি যার ব্যাপারে মানুষ সার্চ করেছেন তিনি হচ্ছেন আমেরিকান ফুটবলার দামার হ্যামলিন, হলিউড অভিনেতা জেরেমি রেনার, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেট, ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, ওয়েটনেস ডে খ্যাত আমেরিকান অভিনেত্রী জেনা ওর্তেগা, আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান ইন্টারনেট ব্যক্তিত্ব এবং সংগীতশিল্পী লিল টে।
এই তালিকায় আরও আছে জে রবার্ট ওপেনহেইমার, টেইলর সুইফট, ক্রিস্টিয়ান রোনালদো, লিওনেল মেসি, ম্যাথু পেরি, ইউনাইটেড স্টেট, ইলন মাস্ক, লিসা মেরি প্রিসলি। ভারতে এই তালিকায় শুরুতেই আছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তালিকার দ্বিতীয়তে রয়েছেন ক্রিকেটার শুভমান গিল।
এছাড়াও চলতি বছর ইজরায়েল-গাজা সংঘর্ষ নিয়েও প্রচুর প্রশ্ন জেগেছে আমজনতার মনে। যার উত্তর পেতে দেদার গুগল সার্চ করা হয়েছে। এছাড়াও সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প, হলিউড ছবি ওপেনহেইমার, চন্দ্রযান ৩, চ্যাটজিপিটি, জাওয়ান (সিনেমা), পাঠান (সিনেমা), দ্য লাস্ট অব আস (টিভি সিরিজ) বেশি পরিমাণ সার্চ করা হয়েছে গুগলে।
সূত্র: ওয়িওন নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।