২০২৪ সালে বাজার কাঁপাতে আসছে যেসব গাড়ি

গাড়ি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে ২০২৪ সাল। চলতি বছরের মতোই আসছে বছরেও গাড়ির বাজার সরগরম থাকবে। এবছর ইলেকট্রিক গাড়ির উত্থান হয়েছিল। যা আগামী বছরে আরও বিস্তৃতি লাভ করবে। নতুন বছরেই বাজারে আসছে একঝাঁক নতুন গাড়ি। এই গাড়িগুলো থেক পাঁচটি গাড়ি সড়কে রাজত্ব করবে বলে ধারণা করা হচ্ছে। জানুন এই পাঁচ মডেলের গাড়ি সম্পর্কে।

গাড়ি

নিউজ হুন্দাই ক্রিটা
ক্রেটা গাড়ি বাজারে সমাদৃত। সেদিকে তাকিয়েই আসছে নতুন ক্রেটা। ক্রেটা ফেসলিফটের মতো হবে না এই মডেল। এখানকার ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে আলাদা করে তৈরি করা হচ্ছে এই মডেল। বিশ্বের বাজারে হুন্দাই এসইউভির যে ডিজাইন অনেকটা সেটা মেনেই তৈরি হচ্ছে নিউ হুন্দাই ক্রেটা। নতুন পাওয়ারট্রেইনস এবং নতুন করে সাজানো হচ্ছে অন্দরসজ্জা। নিউজ হুন্দাই ক্রেটাতে থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। এডিএএস, ১৮ ইঞ্চির চাকা। ইঞ্জিন আরও শক্তিশালী হচ্ছে। এখানে থাকছে ১.৫ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন।

নিউ মারুতি সুইফট
সুইফটেও আসছে বড়সড় পরিবর্তন। আগের চেহারা, স্টাইলে বিশেষ কিছু পরিবর্তন না করেই বদলে যাচ্ছে অনেককিছু। নিউ মারুতি সুইফটে বহু নয়া ফিচার যোগ হচ্ছে। পাশাপাশি গাড়িতে আসছে নতুন ইঞ্জিন। প্র্যাকটিক্য়ালিটি মাথায় রেখে তৈরি হয়েছে নতুন সুইফট। কেবিন ডিজাইনেও নানা পরিবর্তন করা হচ্ছে। আরও প্রিমিয়াম লুক দেওয়ার জন্য় নানা পরিবর্তন করা হচ্ছে। ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন বসছে নতুন মারুতি সুইফট। আগের মতোই থাকবে ম্যানুয়াল ও এএমটি গিয়ারবক্সের অপশন।

টাটা কার্ভ
ইভি গাড়ির বাজারে টাটা মোটর্স একাধিক অপশন এনেছে। সেই তালিকায় যোগ হতে চলেছে টাটা কার্ভ। ইলেকট্রিক ভার্সনে আসছে এই গাড়ি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, অন্তত ৪০০-৫০০ কিলোমিটার রেঞ্জ থাকবে এই গাড়ির। টাটা নিউ নিক্সন ইভিতে যা যা ডিজাইন দেখা গিয়েছে তার অনেককিছুই থাকবে এই গাড়িতে। কার্ভ এসইউভি ক্যুপ হতে চলেছে, যা নিক্সনের উপরে থাকবে। এই সেগমেন্টে প্রথম গাড়ি হতে চলেছে কার্ভ। নানা আকর্ষণীয় ফিচারে ঠাসা থাকবে অন্দরসজ্জা। নিক্সন ইভির তুলনায় বেশি পাওয়ার থাকবে গাড়িতে।

মাহিন্দ্রা থার ফাইভ ডোর
মাহিন্দ্রা থার বরাবরই গাড়ি উৎসাহীদের পছন্দের তালিকায় জায়গায় করে নিয়েছে। এবার তাদের জন্যই আসছে মাহিন্দ্রা থার ফাইভ ডোর। ২০২৪ সালে আসবে এই থারের মডেল। শুধুমাত্র দরজা বেশি থাকবে এই গাড়িতে এমনটাই নয়। থাকছে আরো অনেক কিছু। আরো বেশি বিলাসবহুল গাড়ি হবে এটি। সাধারণ থরের তুলনায় স্টাইলেও বেশ কিছুটা আলাদা হবে, প্রিমিয়াম ফিচারও থাকবে অনেকগুলো। ফ্য়ামিলি কার হিসেবেও কাজে দেবে মাহিন্দ্রা থার ৫ ডোর। ইঞ্জিনের অপশন অবশ্য আগের মতোই থাকবে। তবে দামের অনেকটাই ফারাক হবে বলে মনে করা হচ্ছে।

ভোটের কালিতে কোন পদার্থ মেশানো থাকে, যা সহজে উঠে যায় না

সিট্রোন সি৩এক্স সেডান
নতুন একটি গাড়ি আনতে চলেছে সিট্রোন। আসতে চলেছে সিট্রোন সি৩এক্স সেডান। সেডানের আকৃতির ক্রসওভার হতে চলেছে এটি। ব়্যাডিকাল স্টাইলিং থিম থাকছে এতে, পাশাপাশি এসইউভির মতোই ভালরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্সও থাকছে এখানে। লুকস আলাদা হলেও সি৩ এয়ারক্রসের মতোই ইঞ্জিন অপশন থাকছে এই গাড়িতে। এখন যা যা সিট্রোনের গাড়ি রয়েছে তার তুলনায় অন্দরসজ্জা ও ফিচার অনেক প্রিমিয়াম হবে বলে মনে করা হচ্ছে।