আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও তাইওয়ানের নাগরিকদের জন্য ভিসা শর্ত শিথিল করেছে থাইল্যান্ড। চলতি বছরের নভেম্বর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই ভিসা সুবিধা পাবেন দেশ দুটির নাগরিকরা।
গত মঙ্গলবার ( ৩১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন থাইল্যান্ডের এক সরকারি কর্মকর্তা।
মূলত পর্যটন খাতে আয় বৃদ্ধি করার জন্য পর্যটকদের আকৃষ্ট করতে এ ধরনের উদ্যোগ নিয়েছে থাই সরকার। থাইল্যান্ড সরকারের মুখপাত্র চাই ওয়াচারোঙ্কে বলেন, ‘ভারত ও তাইওয়ানের পর্যটকরা ৩০ দিনের জন্য থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।’
চলতি বছর থাইল্যান্ডের পর্যটন খাতে অন্যতম ভূমিকা রেখেছে ভারত। দেশটি থেকে এ বছর থাইল্যান্ডে গেছেন ১২ লাখের বেশি পর্যটক।
সবশেষ সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে দুই কোটির বেশি পর্যটক সফর করেছেন। আর পর্যটন খাত থেকে অক্টোবর পর্যন্ত ২৫.৬৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে দক্ষিণ এশিয়ার দেশটি।
সূত্র: রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।