আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, যার নাম 2024 YR4। বিজ্ঞানীরা একে ‘সিটি কিলার’ বলে অভিহিত করেছেন, কারণ এটি আস্ত একটি শহর ধ্বংস করার ক্ষমতা রাখে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) ও নাসার গবেষকদের মতে, এই গ্রহাণুর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা ২ শতাংশ, যা যথেষ্ট উদ্বেগজনক।
কবে আসতে পারে এই মহাজাগতিক হুমকি?
২০২৪ সালের ডিসেম্বরে প্রথম গ্রহাণুটির অস্তিত্ব শনাক্ত করা হয়। গবেষণা অনুযায়ী, ২০৩২ সালের ২২ ডিসেম্বর এটি পৃথিবীর কাছাকাছি আসবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সংঘর্ষের আশঙ্কা বাড়ছে?
প্রাথমিকভাবে সংঘর্ষের সম্ভাবনা ১ শতাংশ থাকলেও, সাম্প্রতিক পর্যবেক্ষণে সেটি বেড়ে ২ শতাংশ হয়েছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (JPL)-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, মার্চ ও মে মাসেও এই গ্রহাণুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এছাড়া, এটি ২০২৮ সালে পুনরায় দৃশ্যমান হবে, তখন আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
অতীতে কী ঘটেছে?
ইতিহাস বলছে, পৃথিবীর বিবর্তনে গ্রহাণুর বড় ভূমিকা ছিল। ডাইনোসরদের বিলুপ্তির পেছনেও গ্রহাণুর সংঘর্ষকে অন্যতম কারণ হিসেবে ধরা হয়। অতীতে অনেকবারই গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের গুজব ছড়ালেও এবার বিজ্ঞানীরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছেন।
বিজ্ঞানীদের পরবর্তী পদক্ষেপ
নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীরা এই গ্রহাণুর গতিপথ, গতি ও সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে সংঘর্ষের আশঙ্কা বাড়লে, গ্রহাণুর গতিপথ পরিবর্তনের প্রযুক্তি প্রয়োগের পরিকল্পনা করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।