বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রতি বছরের মতো এবারও বছরের ট্রেন্ডিং সব অনুসন্ধান নিয়ে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। ২০২৪ সালে গোটা বিশ্বের মানুষ মার্কিন নির্বাচন, সর্বশেষ আইফোন রিলিজের তথ্য, ব্লকবাস্টার বিভিন্ন মুভি রিলিজ, টিকটক ট্রেন্ড ও স্টাইল সম্পর্কিত তথ্য জানতে সবচেয়ে বেশি অনুসন্ধান চালিয়েছে গুগলে।
বিশ্বব্যাপী বছরের সার্চ ট্রেন্ডিং তালিকার শীর্ষে ছিল ক্রীড়া ইভেন্টের বিভিন্ন ঘটনা। যেখানে প্রথম স্থানে রয়েছে- কোপা আমেরিকা, তারপরে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ। এবছর মারা গেছেন ওয়ান ডিরেকশন সদস্য ও ভোকালিস্ট লিয়াম পেইন। তিনি ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং নতুন আইফোন ১৬ সম্পর্কে নানা তথ্য সার্চ তালিকার পঞ্চম স্থানে রয়েছে। প্যারিসে ২০২৪ সালের অলিম্পিক গেইমস ও প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন সম্পর্কে তথ্যও ছিল বিশ্বজুড়ে গুগলে শীর্ষ অনুসন্ধানের মধ্যে।
এ বছর গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা শব্দগুলোর মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত সংবাদ, নিউ ইয়র্ক টাইমসের গেইম কানেকশনস ও নিউ ইয়র্কের বাস্কেটবল দল ‘নিউ ইয়র্ক ইয়াঙ্কিস’। এ বছর খেলাধুলায় লিঙ্গ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা আলজেরিয়ার অলিম্পিক বক্সার ইমানে খেলিফ গুগলে সার্চ করা ব্যক্তিত্বের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন। এ তারিকায় শীর্ষে আছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তালিকায় ধারাবাহিকভাবে আছেন প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন, কমলা হ্যারিস, ইমানে খেলিফ ও জো বাইডেন।
সার্চ
১. কোপা আমেরিকা, ২.উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, ৩. আইসিসি মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ, ৪. ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ, ৫. লিয়াম পেইন।
সংবাদ
১. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ২. অতিরিক্ত তাপদাহ, ৩. অলিম্পিকস, ৪. হারিকেন মিল্টন।
যারা মারা গেছেন
১. লিয়াম পেইন, ২. টবি কিথ, ৩. ওজে সিম্পসন, ৪. শ্যানেন ডোহার্টি, ৫. আকিরা তোরিয়ামা।
ব্যক্তিত্ব
১. ডোনাল্ড ট্রাম্প, ২. ক্যাথরিন- প্রিন্সেস অফ ওয়েলস, ৩. কমলা হ্যারিস, ৪. ইমান খলিফ, ৫. জো বাইডেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।