বিনোদন ডেস্ক : চলতি বছরের শেষদিকে শোবিজপাড়ায় আলোচনার কেন্দ্রে রয়েছে নতুন বছরের সিনেমা। ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় থাকা সেসব সিনেমা ঝড় তুলবে দর্শক হৃদয়ে। সিনেবোদ্ধারা বলছেন, ২০২৫ এ এমন কিছু সিনেমা আসছে যেগুলো নতুন বছরে দর্শক মাতাবে। আলোচিত সেসব সিনেমায় অভিনয় করেছেন ঢালিউডের প্রথম সারির তারকারা।
জানা গেছে, নতুন বছর ২০২৫ সালে মুক্তির মিছিলে রয়েছে ১০টি সিনেমা। তবে এ ১০ সিনেমার মধ্যে ৬টি সিনেমা রাজত্ব করবে দর্শক হৃদয়ে। এগুলো হলো-
১। বরবাদ: এ সিনেমায় দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি গড়তে দেখা যাবে শাকিব খান ও ইধিকা পালকে। সিনেমায় চমক হিসেবে থাকবে যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। ২০২৫ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২। নীলচক্র: মন্দিরা চক্রবর্তীকে নিয়ে ক্রাইম ঘরানার সিনেমায় হাজির হতে দেখা যাবে আরিফিন শুভকে। এ সিনেমার মূল আকর্ষণ হিসেবে রয়েছে সংগীতশিল্পী বালাম। প্রথমবার তাকে সিনেমায় দেখতে পারেন দর্শকরা। নীলচক্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ানের মতো তারকারা।
৩। পিনিক: প্রথমবার খলচরিত্রে অভিনয় করে পিনিক সিনেমায় চমক দেবেন চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে। অ্যাকশন, সাস্পেন্স ও থ্রিলারধর্মী এ সিনেমা জয় করে নিতে পারে দর্শক হৃদয়।
৪। দাগি: সুড়ঙ্গ সিনেমার পর আবার আফরান নিশো ও তমা মির্জার জুটি দেখা যাবে দাগি সিনেমায়। রোমান্স, ড্রামা ও অ্যাকশনের মিশেলে পরিচালক শিহাব শাহীনের তৈরি এ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে।
৫। ঘুমপরি: প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে নতুন বছর পর্দা মাতাতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। ওয়েব ফিল্মটি চরকিতে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
৬। হাউ সুইট: জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত নাচে-গানে ভরপুর রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা হাউ সুইট। নির্মাতা কাজল আরেফিন অমির এ ওয়েব ফিল্মটি বঙ্গতে ভালোবাসা দিবসে মুক্তি পাবে।
এছাড়া কাহিনি নির্ভর, অনবদ্য চিত্রনাট্যের চারটি সিনেমা মুক্তি পাবে নতুন বছর। যে কাজগুলোও ছুঁয়ে যাবে দর্শক হৃদয়, এমনটাই আশা করা হচ্ছে। এসব সিনেমার মধ্যে রয়েছে-
১। সাবা- মেহজাবীন অভিনীত মাকসুদ হোসেন পরিচালিত এ সিনেমায় তুলে ধরা হবে একটি সড়ক দুর্ঘটনাকে। যে দুর্ঘটনায় পঙ্গু হন এক মা ও তার কিশোরী সন্তান হন মানসিক জরাগ্রস্ত।
২। ঠিকানা বাংলাদেশ- আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া অভিনীত এ সিনেমায় তুলে ধরা হবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথা। সিনেমায় আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার এবং বাধন লিংকন।
৩। রিকশা গার্ল- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযোজক এরিক জে এডাম্স ও অমিতাভ রেজার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা রিকশা গার্ল। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালী পারকিন্সের ২০০৭ সালের নিউইয়র্কের অন্যতম সর্বাধিক বিক্রিত বই ‘রিক্শা গার্ল’-র গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নভেরা রহমানেকে।
সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ
৪। মধ্যবিত্ত- মধ্যবিত্ত শ্রেণির জীবন-সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ সিনেমায়। সিনে মিডিয়া ও দি অভি কথাচিত্রের ব্যানারে তানভীর হাসান পরিচালিত এ সিনেমায় প্রয়াত মাসুম আজিজকে দেখার সুযোগ পাবেন দর্শকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।