আন্তর্জাতিক ডেস্ক : আর দু’মাস বাকি ২০২৫ আসতে। নতুন বছরে কি পৃথিবীর অবস্থা পাল্টাবে? না কি আরও ধ্বংস অপেক্ষা করছে? এ নিয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুস। ২০২৪ সাল খারাপ কেটেছে অনেকেরই। যুদ্ধ পরিস্থিতি দেখেছে বিশ্ব। বন্যা, দুর্ঘটনা, মৃত্যু, খুন নিয়ে কার্যত নাজেহাল গোটা পৃথিবীর এই বছর যে এমনই কাটবে তা আগেই বলেছিলেন বাবা ভাঙ্গারা। এবার জানা গেল ২০২৫-এর ভবিষ্যদ্বাণীও।
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানি হবে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বাদে অন্য দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ বাধবে। একইভাবে নস্ত্রাদামুসও বলে গিয়েছেন, ইউরোপের ভবিষ্যত অন্ধকার। ভয়ঙ্কর যুদ্ধ থেকে প্রাচীন কালের মতো আবার প্লেগ ছড়িয়ে পড়বে, যার জেরে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হবে।মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই প্রকাশ্যে এসেছে বাবা ভাঙ্গার একগুচ্ছ ভবিষ্যদ্বাণী। তিনি বলেছেন, ২০২৫ সাল থেকেই পৃথিবীর বিনাশ শুরু হবে।
তার ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছর থেকে পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা। মানবসমাজের কাছেও নিজেদের উপস্থিতি জানান দেবে তারা। তার পরে ২০৭৬ সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন।
একইসঙ্গে ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা, ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়েরও ভবিষ্যদ্বাণী করেছেন তারা। এছাড়াও নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। ‘ক্রুয়েল ওয়ার’ এই শব্দটি উল্লেখ করেছেন তিনি। ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা বাবা ভাঙ্গা নামে পরিচিত। দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান। ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরই ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পান বলে দাবি ছিল বাবা ভাঙ্গার।
অন্য দিকে, নস্ত্রাদামুস ছিলেন ফ্রান্সের জ্যোতিষ তথা লেখক। তারা দু’জনেই একাধিক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, যার মধ্যে বেশ কিছু মিলেও গিয়েছে। ২০২৫ নিয়ে তারা যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
জুলাই-আগস্টে আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত
বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে নানা মত চালু রয়েছে। কেউ তাদের ভবিষ্যদ্বাণী মেনে চলেন, কেউ আবার বিশ্বাস করেন না। কিন্তু একাধিক বার ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার নজিরও রয়েছে। একাধিক মহলের দাবি, ২০০১ সালে টুইন টাওয়ারের পরিণতির কথা বাবা ভাঙা বলে গিয়েছেন। যা মিলে গিয়েছে। জলবায়ু পরিবর্তন ও ২০০৪ সালের সুনামির ভবিষ্যদ্বাণী করেছিলেন গত শতকের পঞ্চাশের দশকে। যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হবেন একজন আফ্রিকান-অ্যামেরিকান। বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ায় সেটাও মিলে গিয়েছে। এছাড়াও ২০০৪ সালে ভারত মহাসাগরের উপকূলে বিরাট বিপর্যয় হবে। সে বছর অবশ্য সুনামি হয়েছিল।
সূত্র : livemint
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।