বিনোদন ডেস্ক : হৃতিক রোশনের বহু প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ অধ্যায় ‘কৃষ ফোর’ নিয়ে শুরু হয়েছে নতুন অধ্যায়। এবার তিনি শুধু পর্দায় সুপারহিরো নন, পর্দার পেছনেও প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন!
এই খবর সামনে আসতেই আবেগে ভেসেছে গোটা রোশন পরিবার। বিশেষ করে হৃতিকের দিদি সুনায়না রোশন জানালেন, কীভাবে ‘কৃষ ফোর’-এর ঘোষণা ও পরিচালনার দায়িত্ব নেওয়ার খবরটি তাদের কাছে একেবারে চমকপ্রদ ও আবেপ্রবণ হয়ে উঠেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনায়না বলেন, “বাবা একদিন হঠাৎ জানালেন উনি আমার বাড়িতে আসছেন। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কিছু বড়সড় খারাপ খবর দিতে আসছেন! কিন্তু তারপর বাবা এসে বললেন, ‘আমি কৃষ ফোর ঘোষণা করতে যাচ্ছি।’ আমি বললাম, ‘দারুণ তো!’ বাবা তারপর বললেন, ‘তোর ভাই এটা পরিচালনা করবে।’ বলতে বলতে আবেগে তখনই বাবা কেঁদে ফেললেন, দেখাদেখি আমার চোখেও জল চলে এলো। জীবনে সেই প্রথমবার বাবাকে কাঁদতে দেখলাম….এক অদ্ভুত গর্বের মুহূর্ত ছিল।”
সুনয়না আরও বলেন, “আমি তো জানতামই না হৃতিক পরিচালনায় আসছে। এটা ছিল একেবারে আচমকা…মানে হঠাৎ চমক। ‘দুগ্গু’ এখন আমাদের বাবার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”
রাকেশ রোশনের কাছ থেকে পরিচালনার ব্যাটন এবার হৃতিকের হাতে। ২০২৫-এর মার্চে আনুষ্ঠানিকভাবে রাকেশ রোশন ‘কৃষ ফোর’ এর পরিচালকের আসন ছেড়ে দেন ছেলের জন্য। এই সিদ্ধান্তেই যেন স্পষ্ট, ‘কৃষ’ শুধু একটা সিনেমা নয়— এটা রোশন পরিবারের হৃদয়ের স্পর্শ করা পারিবারিক উত্তরাধিকার।
বলিপাড়ায় ফিসফাস, ‘কৃষ ফোর’-এ হৃত্বিকের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়াও ফিরছেন তার পুরোনো চরিত্রে। ছবির শুটিং শুরু হবে ২০২৬-এর প্রথমদিকে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel