২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন এই তালিকা অনুযায়ী, বছরজুড়ে চাকরিজীবীদের জন্য রয়েছে একাধিক দীর্ঘ ছুটির সুযোগ। কাজের চাপের মাঝেও সামান্য পরিকল্পনায় মিলতে পারে টানা কয়েক দিনের অবকাশ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি—শুক্র ও শনিবারে। ফলে প্রকৃতপক্ষে কার্যদিবস হিসেবে ছুটি পাওয়া যাবে ১৯ দিন। পাশাপাশি ধর্মীয় উৎসবকেন্দ্রিক ছুটির সংখ্যাও তুলনামূলকভাবে বেশি। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রয়েছে পাঁচ দিন, হিন্দুদের জন্য নয় দিন, খ্রিষ্টানদের জন্য আট দিন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সাত দিন ছুটি। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য থাকছে দুই দিনের ঐচ্ছিক ছুটি।
ফেব্রুয়ারি
ফেব্রুয়ারিতে অপেক্ষাকৃত ছোট হলেও সুন্দর একটি ছুটির সুযোগ রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি শবেবরাতের ছুটি পড়তে পারে বুধবারে। এর সঙ্গে ৫ ফেব্রুয়ারি একদিন ছুটি নিলে ৬ ও ৭ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটি যোগ হয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।
মার্চ
মার্চ মাসে ছুটির সুযোগ সবচেয়ে বেশি আকর্ষণীয়। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আরও চার দিনের ছুটি মিলিয়ে পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে। পাশাপাশি ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় ১৮ মার্চ একদিন ছুটি নিলেই টানা সাত দিনের ছুটি পাওয়া সম্ভব। একই মাসে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পড়েছে বৃহস্পতিবারে—এর আগে বা পরে একদিন ছুটি নিলেই চার দিনের বিরতি মিলবে।
এপ্রিল
এপ্রিল মাসেও টানা পাঁচ দিনের ছুটির সুযোগ রয়েছে। ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটির মাঝখানে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলে একটানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।
মে
মে মাসে সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ মিলছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে ঈদুল আজহার ছুটি। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি যোগ হলে এবং ২৪ ও ২৫ মে দুদিন ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ পাওয়া যাবে।
আগস্ট
আগস্ট মাসেও রয়েছে টানা ছুটির সুযোগ। ৫ আগস্ট বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস। ৬ আগস্ট একদিন ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিনের অবকাশ পাওয়া যাবে। একইভাবে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবির ছুটি থাকায়, পরদিন একদিন ছুটি নিলে আবারও চার দিনের বিরতি মিলবে।
অক্টোবর
অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (নবমী) নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি রয়েছে। ২২ অক্টোবর একদিন ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।
ডিসেম্বর
বছরের শেষেও রয়েছে স্বস্তির সুযোগ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে চার দিনের অবকাশ মিলবে। সব মিলিয়ে, ২০২৬ সাল পরিকল্পিতভাবে ছুটি কাটাতে আগ্রহী চাকরিজীবীদের জন্য বেশ সুবিধাজনক। অল্প কয়েকদিনের ছুটি সমন্বয় করলেই বছরের বিভিন্ন সময়ে দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে—যা কর্মজীবনের চাপ কমাতে বড় ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


