ষোড়শ শতাব্দীর বিখ্যাত জ্যোতিষী নসট্রাদামুস। ১৫৫৫ সালে তিনি ‘লেস প্রফেটিস’নামক বিখ্যাত বইটি লিখেছিলেন। তিনি সাংকেতিক শ্লোকের মাধ্যমে আগামী ৩,৭৯৭ বছরের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। অর্থাৎ আগামী ৩,৭৯৭ বছরের প্রত্যেক বছরে সারা বিশ্বে কী কী ঘটনা ঘটবে তারই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন নসট্রাদামুস। ২০২৬ সাল নিয়ে কী বলেছেন— চলুন জানা যাক।

রাজনৈতিক কোনো বড় নেতার ‘হঠাৎ’ মৃত্যু হতে পারে
নসট্রাদামুসের একটি কবিতার লাইন বলছে, “এক মহান ব্যক্তি দিনে বজ্রাঘাতে পতিত হবে।” এইটিকে অনেকেই বিশ্বস্বরূপ বা রাজনৈতিক কোনো বড় নেতার আকস্মিক বিস্ময়কর মৃত্যু হিসেবে ব্যাখ্যা করছে।
সুইস অঞ্চলের রক্তপাতের ইঙ্গিত
নসট্রাদামুসের এক ভবিষ্যদ্বাণীতে বলা আছে যে সুইজারল্যান্ডের টিচিনো অঞ্চলে ‘রক্তের নদী’ বয়ে যাবে — বিশ্লেষকরা এই মন্তব্যকে লোক সংঘর্ষ বা বড় সহিংস ঘটনার প্রতীক হিসেবে নিচ্ছে।
রাজনৈতিক বিপ্লব, হিংসা বাড়বে
নসট্রাদামুসের আরেকটি পংক্তি ‘‘রাত্রে মহা মৌমাছির ঝাঁক’’ এর কথা বলে। অনেক বিশ্লেষক মনে করছেন বিশ্বে রাজনৈতিক বিপ্লব, হিংসা বাড়বে। একই সঙ্গে শাসন ব্যবস্থা কঠোর হবে।
সাত মাসের মহাযুদ্ধ হবে
নসট্রাদামুসের একটি জনপ্রিয় স্তবকে ‘‘সাত মাসের মহাযুদ্ধ’’ নামে উল্লেখ করা হয়েছে — যা বড় ধরনের দীর্ঘ সংঘাত বা যুদ্ধের প্রস্তাব হিসেবে দেখছে অনেকে।
সামুদ্রিক যুদ্ধ বা নৌ সংঘাত
নসট্রাদামুসের ভবিষ্যৎবাণীতে ‘‘সপ্ত জাহাজের ঘাঁটি’’ বা নৌ-যুদ্ধের ইঙ্গিতও পাওয়া যায়, যা সমুদ্র অঞ্চলগুলিতে বড় ধরনের সংঘাতকে ইঙ্গিত দিচ্ছে।
‘প্রার্থিতা বাতিলের পর কিছু কর্মকর্তাকে হাততালি দিতে দেখা গেছে’
নসট্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো মিলে যাচ্ছে নাকি বিশ্লেষকরা বাস্তবতার সঙ্গে সেগুলোর মিল দেখানোর চেষ্টা করছেন— এ নিয়ে বিতর্ক আছে। কিন্তু নসট্রাদামুসকে নিয়ে মানুষের আগ্রহ কিন্তু বিন্দুমাত্র কমেনি।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


