প্রতিবছরের মতো ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্দানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’। ‘দ্য মুসলিম ৫০০ : ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শিরোনামের এই তালিকায় এ বছর স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রকাশিত তালিকা অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন। এ তালিতায় ড. ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এবারের তালিকায় শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামী স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি। তৃতীয় স্থানে আছেন ইয়েমেনি সুন্নি সুফি আলেম ও দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা শেখ হাবিব উমর বিন হাফিজ।
এ ছাড়া শীর্ষ দশের তালিকায় রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, জর্দানের বাদশাহ আবদুল্লাহ ইবনে আল-হুসেইন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
এ বছর বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের এই তালিকায় ড. মুহাম্মদ ইউনূসসহ মোট তিনজন বিশিষ্ট বাংলাদেশি স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে একজন শীর্ষ ৫০ জনের মূল তালিকায় এবং অন্য দুজন ৪৫০ জনের সম্মানসূচক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
শীর্ষ ৫০ ছাড়াও ‘দ্য ৪৫০ লিস্ট’ ক্যাটাগরিতে আরো দুজন বাংলাদেশি নারী তাঁদের বিশেষ অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন। তাঁরা হলেন ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা।
সূত্র : দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



