খেলাধুলা ডেস্ক : টানা ৪ ম্যাচে হার- কোচিং ক্যারিয়ারে আর কখনোই এমন ধাক্কা খাননি পেপ গার্দিওলা। গুঞ্জন ছিল যে, এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন তিনি।
কিন্তু সেই ধাক্কা বদলে দিয়েছে সবকিছু। তাই সিটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন এই স্প্যানিশ কোচ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সাল পর্যন্ত সিটিতে থাকছেন তিনি।
২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে সিটিকে ১৮টি শিরোপা জিতিয়েছেন গার্দিওলা। এর মধ্যে ছয়বার জিতেছেন প্রিমিয়ার লিগের শিরোপা। তাই ৮ বছরে ব্যর্থতার চেয়ে সফলতাকেই বেশিরভাগ সময় সঙ্গী করেছেন ৫৩ বছর বয়সী এই কোচ। যদিও এই মৌসুম শেষেই চুক্তি শেষ হয়ে যেত তার। এনিয়ে অনেক জলঘোলাও হয়েছে।
সব গুঞ্জন উড়িয়ে দিয়ে গার্দিওলা বলেন, ‘আমার মনে হয়েছে যে, আমি এখন ছেড়ে যেতে পারি না। হয়তো সেই চার হারের কারণেই। আমি মনে করি, টানা চার হারের পর আমরা ঘুরে দাঁড়ানোর যোগ্য এবং চেষ্টা করব পরিস্থিতি বদলে দেওয়ার। এখানে থাকাটা আমাদের অধিকার। আমি অহংকার থেকে নয়, বরং এটা সত্য বলেই বলছি। ’
‘এখানে এটি আমার নবম মৌসুম। একসঙ্গে অনেক অসাধারণ মুহূর্ত কাটিয়েছি আমরা। এই ক্লাবে জন্য সত্যিই বিশেষ একটি অনুভূতি রয়েছে আমার। আশা করি, এখন আরও কিছু শিরোপা যোগ করতে পারব। এটাই হবে আমার লক্ষ্য। ’
মোহামেডানের বিপক্ষে চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের
এদিকে, আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আগামীকাল প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে সিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।