ডিসি স্টুডিওসের কর্ণধার জেমস গান তার ব্লকবাস্টার হিট ‘সুপারম্যান’-এর সিক্যুয়েলের ঘোষণা দিয়েছেন। এতে সুপারম্যান চরিত্রে আগের মতোই থাকছেন ডেভিড কোহেনসওয়েট। জেমস গান নিজেই তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নতুন সিনেমার খবরটি নিশ্চিত করেছেন।
নতুন এই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘ম্যান অফ টুমরো’ ২০২৭ সালের ৯ জুলাই এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। জেমস গান তার পোস্টে সুপারম্যান ও লিক্স লুথরের একটি কমিক বইয়ের ছবিও যুক্ত করেছেন।
এতে অনেকেই ধারণা করছেন যে, নতুন সিনেমায় লিক্স লুথর সরাসরি সুপারম্যানের সঙ্গে যুদ্ধে নামবেন। আগের সিনেমায় লুথর তার ক্লোন দিয়ে সুপারম্যানকে মারতে ব্যর্থ হয়েছিল। এবার তিনি নিজেই একটি অত্যাধুনিক স্যুট বানিয়ে মাঠে নামবেন বলে কমিক্সে ইঙ্গিত দেওয়া হয়েছে।
গত আগস্টে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সিইও ডেভিড জাসলাভ এই সিক্যুয়েলের খবর নিশ্চিত করেছিলেন। জেমস গান নিজেই এই নতুন সিনেমার চিত্রনাট্য লিখবেন এবং পরিচালনা করবেন।
চলতি বছর ১১ জুলাই মুক্তি পাওয়া ‘সুপারম্যান’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। বিশ্বব্যাপী ৬১১ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে এটি বছরের সর্বোচ্চ আয় করা সুপারহিরো সিনেমার তালিকায় জায়গা করে নেয়।
‘ম্যান অফ টুমরো’ মুক্তির আগেই ২০২৬ সালে ডিসি ইউনিভার্সের আরও দুটি সিনেমা মুক্তি পেতে চলেছে— একটি হলো মিলি অ্যালকক অভিনীত ‘সুপারগার্ল’ এবং অন্যটি জেমস ওয়াটকিন্সের পরিচালনায় হরর ফিল্ম ‘ক্লেফেস’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।