হুয়াওয়ে বিশ্ব বাজারে তাদের nova y91 স্মার্টফোন লঞ্চ করেছে। ৭০০০ মেগাহার্জের বিশাল ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি এ হ্যান্ডসেটটি বেশি বড় সাইজের ডিসপ্লে অফার করছে। স্মার্টফোনটির অভ্যন্তরীণ স্টোরেজ এর সাইজ যথেষ্ট বড়।
হুয়াওয়েv ডিভাইসটির ডিসপ্লের সাইজ ৬.৯৫ ইঞ্চি। স্মার্টফোনটি ফুল এইচডি প্লাস রেজুলেশন অফার করছে। হ্যান্ডসেটের ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ২৩৭৬ গুণ ১০৮০ পিক্সেল। এটি রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং টাচ স্যাম্পিলিং রেট হচ্ছে ২৭০ হার্জ।
nova y91 স্মার্টফোনে Qualcomm snapdragon 680 চিপসেট ব্যবহার করা হবে। এই স্মার্টফোনে ৮ জিবি র্যাম এবং 256gb পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ দেওয়া হয়েছে। ৭০০০ মেগাহার্জের ব্যাটারির পাশাপাশি ৫.৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে।
সেলফি তোলার জন্য হ্যান্ডসেটে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। তাছাড়া স্মার্টফোনের পেছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি দুই মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ এর ফিচার তো থাকছেই।
ডিভাইসটি ইএমইউ 13 সিস্টেম শুরু থেকেই প্রিলোড করা হয়েছে। এটি ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi 801.ac, ব্লুটুথ 5.0, GPS, ডুয়াল স্টেরিও স্পিকার এবং একটি USB-C পোর্টের মতো অন্যান্য বৈশিষ্ট্যগুলি অফার করে। এর পরিমাপ হচ্ছে 171.6 x 79.9 x 8.9 মিমি এবং ওজন 214 গ্রাম। বর্তমানে, Huawei Nova Y91 এর দাম সম্পর্কে কোন স্পষ্ট তথ্য নেই। সম্ভবত ভারতের মার্কেটে সেপ্টেম্বেরের দিকে এটি রিলিজ করা হবে। স্টারি ব্ল্যাক এবং মুনলাইট সিলভার এর ২টি কালার বাজারে এভিলেবল থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।