ইসরাইলের সঙ্গে প্রাকৃতিক গ্যাস চুক্তিতে স্বাক্ষর করেছে মিশর। বৃহস্পতিবার দেশ দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ইসরাইলের কাছে ২০৪০ সাল পর্যন্ত প্রায় ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস আমদানি করবে কায়রো। এ খবর দিয়েছে অনলাইন হারেৎজ। এতে বলা হয়, গ্যাস সরবরাহ করা হবে ইসরাইলের উপকূলীয় লেভিয়াথান গ্যাসক্ষেত্র থেকে। যা পরিচালনা করছে মার্কিন কোম্পানি শেভরন।
এতে অংশীদার রয়েছে ইসরাইলি প্রতিষ্ঠান রেশিও এবং নিউমেড এনার্জির। মোট ১৩০ বিলিয়ন ঘনমিটার (বিসিএম) গ্যাস আমদানি করা হবে। ২০৪০ সাল নাগাদ মোট দুই ধাপে এই চুক্তি বাস্তবায়ন করা হবে।
প্রধম ধাপে ২০ বিসিএম গ্যাস রপ্তানি করা হবে। যা ২০২৬ সাল থেকে নতুন পাইপ লাইনের মাধ্যমে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এতে বিশেষ কোনো অনুমোদনের প্রয়োজন হবে না।
আর দ্বিতীয় ধাপে ১১০ বিসিএম গ্যাস আমদানি করবে মিশর। এর জন্য বৃহৎ অবকাঠামোগত সহায়তার প্রয়োজন হবে। বিশেষ করে রামাত হোভাত থেকে নিৎসানা পর্যন্ত নতুন পাইপলাইন সংযোগ দিতে হবে। যার জন্য সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন হবে।
ইসরাইলের জ্বালানীমন্ত্রী এলি কোহেনের অনুমোদন পেলেই দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। কিন্তু সরকারি ডায়ান কমিটি আশঙ্কা প্রকাশ করেছে, এতে দেশের গ্যাস মজুত আগামী ২০ বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে।
ফলে এই অনুমোদন নিয়ে জনগণের মধ্যে বিতর্ক ও সমালোচনা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। চুক্তির ঘোষণার পর লেভিয়াথান গ্যাসক্ষেত্রের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে গেছে।
রেশিও এলপির বৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। নিউমেড এনার্জির বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ। ডেলেক গ্রুপের ৩ দশমিক৭ শতাংশ। লেভিয়াথান গ্যাসক্ষেত্র থেকে এখন পর্যন্ত ২৩ দশমিক ৫ বিসিএম গ্যাস ইজিপ্টে সরবরাহ করা হয়েছে।
এখান থেকে প্রতি বছর গড়ে ৪ দশমিক ৫ বিসিএম গ্যাস সরবরাহ করা হয়। এই চুক্তির মাধ্যমে ইসরাইল নিজেকে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।