স্মার্টফোনের প্রযুক্তি জগতে মেমরি বা র্যাম সম্প্রসারণ( Memory Expansion Technology) এখন সবার নজরে। এক কথায় বললে, এটাকে এক্সটেন্ডেড র্যাম (Extended Ram) বা ভার্চুয়াল র্যাম (Virtual Ram) বলা হয়ে থাকে।
সম্প্রতি পারফরম্যান্স আরও বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ড তাদের সাম্প্রতিক মেমরি সম্প্রসারণ প্রযুক্তির নিজস্ব ভার্সন নিয়ে হাজির হচ্ছে। স্মার্টফোনে ১ জিবি থেকে ৭ জিবি পর্যন্ত স্টোরেজ এখন ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে মেমরি সম্প্রসারণ প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে জেডটিই (ZTE)।
২০২০ সালের প্রথম দিকে ১৬জিবি র্যামসহ প্রথম স্মার্টফোন এসেছিল, তার এক বছর পর ১৮জিবি র্যামের ফোন আসল। আমরা কি ২০২১ শেষ হওয়ার আগেই ২০জিবি র্যামের প্রথম ফোন দেখতে পাব? হতে পারে!
২০ জিবির বেশী র্যামের ফোন জেডটিই এক্সন ৩০ আলট্রা অ্যারোস্পেস সংস্করণ
জেডটিই এক্সন ৩০ আলট্রা অ্যারোস্পেস সংস্করণ ফোনটিতে বিল্ট ইন ১৮জিবি র্যাম থাকবে, এই কৃতিত্ব ইতিমধ্যেই ZTE-এর গেমিং বিভাগ Red Magic 6 Pro-এর মাধ্যমে অর্জিত হয়েছে। যাইহোক, অ্যারোস্পেস সংস্করণে ভার্চুয়াল র্যামও থাকবে, যার মাধ্যমে এটি 20GB থেকেও বেশী র্যাম অফার করবে – এমনকি এর কিছু অংশ UFS 3.1 স্টোরেজ হিসাবে থাকবে। আর যদি এটা হয় তাহলে বিশ্বের প্রথম ২০ জিবির বেশী র্যামের ফোন হবে জেডটিই এক্সন ৩০ আলট্রা অ্যারোস্পেস সংস্করণ।
যদি ভার্চুয়াল র্যামের এই প্রযুক্তি সবাইকে মুগ্ধ করে, তাহলে 12GB র্যামের Axon 30 5G ফোনও 8GB ভার্চুয়াল র্যাম যুক্ত করে 20GB করতে সক্ষম হবে।
ZTE AXON 30 ULTRA AEROSPACE EDITION স্মার্টফোনের বিস্তারিত স্পেসিফিকেশন –
• এই স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চির FHD+ কার্ভ অ্যামোলয়েড ডিসপ্লে।
• এই মডেলের স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 144 Hz এবং আসছে HDR 10+ সাপোর্টের সাথে।
• এই হ্যান্ডসেটে রয়েছে কোয়াড ব্যাক ক্যামেরা সেটআপ।
• যেখানে রয়েছে তিনটি 64MP ক্যামেরা সেন্সর।
• এছাড়া আসছে একটি 8MP পেরিস্কোপিক টেলিফটো লেন্সের সাথে।
• এই ফোনের স্পেসিফিকেশনের মধ্যে সবচাইতে বেশি যা চোখে পড়ার মতো তা হল ডিভাইসের স্টোরেজ ক্যাপাসিটি।
• এই স্মার্টফোন আসছে 18GB প্রাইমারি RAM স্পেসিফিকেশনের সাথে।
• এছাড়া রয়েছে 2GB ভার্চুয়াল RAM ফিচার।
• এই মডেলের ইন্টারনাল স্টোরেজ স্পেসিফিকেশন রয়েছে 1TB পর্যন্ত।
• এই ফোন কাজ করবে লেটেস্ট স্ন্যাপড্রাগন 888 চিপসেটে।
• ZTE Axon 30 Ultra Aerospace Edition আসছে 16MP সেলফি ক্যামেরার সাথে।
• এই হ্যান্ডসেটে রয়েছে 4,600 mAh ব্যাটারি ক্যাপাসিটি।
• এছাড়া আসছে 65W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে।
ZTE Axon 30 Ultra Aerospace Edition স্মার্টফোনের প্রিমিয়াম ভ্যারিয়েন্ট, মানে যাতে রয়েছে 18GB RAM এবং 1TB ইন্টারনাল, চিনের মার্কেটে এই মডেলের দাম রয়েছে 6998 উয়ান (Yuan)। যা ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে মোটামুটি ১,০০,০০০ টাকা মতন।
ZTE Axon 30 Ultra Aerospace Edition হ্যান্ডসেটের একটি বেস ভ্যারিয়েন্ট রয়েছে। যার নাম হল ভ্যানিলা ZTE Axon 30 Ultra । এই ডিভাইসে রয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলের দাম চিনে রয়েছে 4698 উয়ান (Yuan)। যা ভারতীয় মুদ্রায় মোটামুটি ৬৫,০০০ টাকা মতন।
প্রসঙ্গত , এই স্মার্টফোনের প্রিমিয়াম এবং বেস ভ্যারিয়েন্ট মডেল দুটিতে রয়েছে 5G কানেক্টিভিটির সাপোর্ট। ZTE Axon 30 Ultra স্মার্টফোন চিনে পাওয়া যাচ্ছে Black , Mint, White, Leather কালার অপশনে। মনে করা হচ্ছে এপ্রিল মাস থেকেই মার্কেটে পাওয়া যাবে এই হ্যান্ডসেটগুলি।
সুত্রঃ gizchina
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।